Advertisment

T20 World Cup 2024 super 8: সুপার ৮'এই ভারত বনাম বাংলাদেশ! কবে কোথায় আর কোন দলের সঙ্গে খেলতে হবে রোহিতদের, জানুন এক নজরে

T20 World Cup Super 8s Group: সুপার-৮ পর্বে মোট দুটো গ্রুপ রয়েছে- গ্রুপ -১ এবং ২। প্রত্যেক গ্রুপে আবার চারটি করে দলকে ভাগ করা হয়েছে। গ্রুপ ওয়ানে ভারতের সঙ্গেই রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস-এর মত একটি দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

India vs Bangladesh t20 World Cup warm up match: প্রস্তুতি ম্যাচে ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি হবে (টুইটার)

T20 world cup 2024 super 8 qualified Team List, Schedule, Format, Time table: সুপার-৮ পর্বে খেলতে নামার আগে ভারতীয় প্রস্তুতি যথার্থ হল না। কানাডার বিরুদ্ধে ফ্লোরিডায় ম্যাচ ভেস্তে গেল কোনও বল না হয়েই। বৃষ্টির কারণে ভেজা আউটফিল্ড ভারত-কানাডা ম্যাচে বাধা তৈরি করল।

Advertisment

ভারত নিজেদের গ্রুপ থেকে ৭ পয়েন্ট নিয়ে শেষ আটে পৌঁছে গেল। দ্বিতীয় দল হিসেবে ভারতের গ্রুপ থেকে কোয়ালিফাই করল ইউএসএ। কানাডা, পাকিস্তান এবং আয়ারল্যান্ড ছিটকে গেল ।

ভারত সুপার-৮ পর্বে গ্রুপ-১'এ রয়েছে।

সুপার-৮ পর্বে মোট দুটো গ্রুপ রয়েছে- গ্রুপ -১ এবং ২। প্রত্যেক গ্রুপে আবার চারটি করে দলকে ভাগ করা হয়েছে। গ্রুপ ওয়ানে ভারতের সঙ্গেই রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস-এর মত একটি দল।

গ্রুপ-২'এ রয়েছে ইউএসএ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড অথবা স্কটল্যান্ডের মধ্যে কোনও একদল।

সুপার-৮ পর্বের পয়েন্ট টেবিল:

সুপার এইট পর্বে জয়ী দল ২ পয়েন্ট পাবে। পরাজিত দলের সঙ্গে কোনও পয়েন্ট সংযুক্ত হবে না। গ্রুপ পর্ব থেকে সুপার-৮ পর্বে কোনও পয়েন্ট ক্যারি ফরোয়ার্ড হবে না। দুই গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে।

সুপার-৮'এ আবহাওয়া যদি খেলা ভেস্তে দেয়, কী হবে?

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ম্যাচে ফলাফল পাওয়ার জন্য দুই দলকে নূন্যতম ৫ ওভার করে ব্যাটিং করতে হবে। তবে সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে দুই দলকে নূন্যতম ১০ ওভার করে ব্যাটিং করতে হবে।

ভারতের সুপার-৮'এ সূচি

ভারত সুপার ৮-এ প্রথম ম্যাচ খেলবে ২০ জুন, বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আফগানিস্তানের বিপক্ষে। ২২ জুন আন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারত শেষ আটের দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ অথবা নেদারল্যান্ডসের বিপক্ষে। ২৪ জুন ভারত শেষ আটের শেষ ম্যাচে খেলবে গ্রস আইলেট-এর সেন্ট লুসিয়া স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ভারতের স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরা এবং মহম্মদ সিরাজ

T20 World Cup Indian Team ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team
Advertisment