Team India: আর নেই দরকার, কানাডা ম্যাচের পরেই দেশে পাঠানো হচ্ছে টিম ইন্ডিয়ার দুই তারকাকে, বড় রদবদল স্কোয়াডে

Team India in t20 World Cup 2024: সুপার-৮ নিশ্চিত হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। ভারত এবার ফ্লোরিডায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে কানাডার বিপক্ষে। তারপর ওয়েস্ট ইন্ডিজে সুপার-৮ খেলার জন্য উড়ে যাবে।

Team India in t20 World Cup 2024: সুপার-৮ নিশ্চিত হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। ভারত এবার ফ্লোরিডায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে কানাডার বিপক্ষে। তারপর ওয়েস্ট ইন্ডিজে সুপার-৮ খেলার জন্য উড়ে যাবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India, USA, ভারত, আমেরিকা

India-USA: টি-২০ বিশ্বকাপে ভারত বনাম আমেরিকা ম্যাচের একটি মুহূর্ত। (ছবি- বিসিসিআই)

Team India squad: ভারতের নিউ ইয়র্ক পর্ব ভালোয় ভালোয় মিটেছে। ওয়ার্ম আপ ম্যাচ সমেত টানা চারটে ম্যাচেই ভারত দাপট বজায় রেখে জয়লাভ করেছে। পাকিস্তান ম্যাচে ভারত যদিও কোণঠাসা ছিল। তবে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে পাকিস্তানকে হারিয়েছে ভারত।

Advertisment

সুপার-৮ নিশ্চিত হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। ভারত এবার ফ্লোরিডায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে কানাডার বিপক্ষে। তারপর ওয়েস্ট ইন্ডিজে সুপার-৮ খেলার জন্য উড়ে যাবে।

তবে ফ্লোরিডায় কানাডা ম্যাচের পরেই টিম ইন্ডিয়া থেকে ছেড়ে দেওয়া হবে শুভমান গিল এবং আবেশ খানকে। ক্রিকবাজ-এর প্রতিবেদন বলছে, টি২০ ওয়ার্ল্ড কাপে ভারতের রিজার্ভ দলে ছিলেন শুভমান গিল, আবেশ খান। বুধবার-ই দুই তারকা টিম ইন্ডিয়ার সঙ্গে চার্টার্ড ফ্লাইটে ফ্লোরিডায় উড়ে গিয়েছে। সেই ফ্লাইটে ভারতীয় দলের সঙ্গে ছিল ইউএসএ দল-ও।

আরও পড়ুন: জীবনে কখনও সম্মান পায়নি শেওয়াগ… ইমরুল যেন ভিমরুল, বিষাক্ত হুল ফোটালেন বীরুকে

Advertisment

সেই প্রতিবেদনে বলা হয়েছে, শুভমান গিল এবং আবেশ খানকে স্রেফ নিউইয়র্ক লেগের জন্য ট্র্যাভেলিং রিজার্ভে ভাবা হয়েছিল। ইউএস এবং ক্যারিবিয়ান লেগে যদি আপদকালীন ভিত্তিতে স্কোয়াডের বাইরের কোনও ক্রিকেটারের প্রয়োজন হয়, সেই জন্য ব্যাক আপ হিসাবে রাখা হয়েছিল গিল-আবেশকে। তাঁদের আপাতত ছেড়ে দেওয়া হলেও ভারতীয় স্কোয়াডে ঢোকার এখনও সুযোগ রয়েছে দুজনের। যদি মূল স্কোয়াডের কারোর চোট লাগে কানাডা ম্যাচের আগে অথবা পরে, সেক্ষেত্রে ডেকে নেওয়া হবে তাঁদের। এমনিতেই দলে ব্যাক আপ ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজে ভারত স্পিন-নির্ভর আক্রমণের পথে হাঁটবে। তাই শুভমান গিল অথবা আবেশ খানের এই মুহূর্তে টিম ইন্ডিয়ায় কোনও প্রয়োজন নেই। তবে ট্র্যাভেলিং স্কোয়াডে রিঙ্কু সিং, খলিল আহমেদকে রেখে দেওয়া হচ্ছে।

ফ্লোরিডায় ম্যাচের পর ভারত সুপার এইট পর্বে তিন ম্যাচ খেলবে যথাক্রমে বার্বাডোজের ব্রিজটাউন, আন্টিগা এবং সেন্ট লুসিয়ায়।

Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team T20 World Cup Shubman Gill