Advertisment

Semi Dangerous New York Pitch: ICC-র ওপর ক্ষেপে লাল ভারত! রোহিত-পন্থদের দুর্দশায় বেনজির বিদ্রোহের পথে টিম ইন্ডিয়া

Rohit Sharma New York Pitch: রোহিতের সঙ্গেই একাধিকবার গায়ে বল সহ্য করতে হয়েছে ঋষভ পন্থকে। যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছে তারকা কিপার-ব্যাটারকে। অপরাজিত ইনিংসের মাঝপথে পন্থকে চিকিৎসাও নিতে হয়। বুমরার শর্ট বল আয়ারল্যান্ডের হ্যারি ট্যাক্টরের গ্লাভসে লেগে বল হেলমেটে ধাক্কা খাওয়ার পর আইরিশ তারকার অবিশ্যিক কনকাশন টেস্ট-ও করা হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Semi Dangerous New York Pitch, Team India, India vs Ireland

Semi Dangerous New York Pitch: বিতর্কের শিরোনামে নিউ ইয়র্কের পিচ (টুইটার)

New York Pitch, T20 World Cup 2024: নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে ভারত মোটেও খুশি নয়। পিচের অসমান বাউন্স কাঠগড়ায়। এর জন্যই ভারত-আয়ারল্যান্ড দুই দলেরই বেশ কয়েকজন চোট আঘাতের কবলে পড়েছেন।

Advertisment

জশুয়া লিটলের শর্ট বল রোহিত শর্মার কাঁধে আছড়ে পড়েছিল বুধবার ম্যাচ চলার সময়। এর পরে রোহিত ব্যাটিং চালিয়ে যান। চার-ছক্কাও হাঁকান। তবে ব্যথা বাড়তে থাকায় রিটায়ার্ড হার্ট হিসাবে ফেরত যেতে হয় সাজঘরে।

রোহিতের সঙ্গেই একাধিকবার গায়ে বল সহ্য করতে হয়েছে ঋষভ পন্থকে। যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছে তারকা কিপার-ব্যাটারকে। অপরাজিত ইনিংসের মাঝপথে পন্থকে চিকিৎসাও নিতে হয়। বুমরার শর্ট বল আয়ারল্যান্ডের হ্যারি ট্যাক্টরের গ্লাভসে লেগে বল হেলমেটে ধাক্কা খাওয়ার পর আইরিশ তারকার অবিশ্যিক কনকাশন টেস্ট-ও করা হয়।

টিম ম্যানেজমেন্টের এক কর্তা যথেষ্ট বিরক্ত হয়ে বলেছেন, "রোহিতের চোট সিরিয়াস নয়। পাকিস্তান ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে। তবে এখনও ব্যথাভাব রয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ যে পন্থ-রোহিতের বড় কোনও চোট হয়নি।"

আরও পড়ুন- নেইমারও এবার কোহলির পিছনে! বিশ্বকাপে খেলতে নামার আগেই রেকর্ডের মহা-সিংহাসনে বিরাট, সামনে কেবল রোনাল্ডো

সংবাদসংস্থা পিটিআইকে টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তি বলেছেন, "এটা একদম সতেজ পিচ। গোটা সারফেস ঘাসে ঢাকা। সেই সঙ্গে বড় বড় ফাটল-ও রয়েছে। লেন্থ থেকে উঠে আসা বল সিম মুভমেন্ট হবে। এরকম পিচে সরাসরি বিশ্বকাপের ম্যাচ খেলানোর আগে পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন ছিল। যেমনভাবে কোনও এপ লঞ্চ করার আগে বেটা টেস্টিং করা হয়। এটা মোটেও টি২০ ক্রিকেটের উপযুক্ত ট্র্যাক নয়। চারটে পিচেরই একই কন্ডিশন।"

আরও পড়ুন: সামনে দাঁড়িয়ে পিছনে ৬, বিশ্বকাপের সেরা শট এটাই! পন্থের ব্যাটে কপাল ঠুকল গোটা দুনিয়া, দেখুন ভিডিও

ঘটনা হল, ভারত এখনই কোনও সরকারিভাবে আইসিসির কাছে অভিযোগের রাস্তায় হাঁটছে না। তবে তাতে টিম ইন্ডিয়া শিবিরে অসন্তোষ চাপা থাকছে না।

এই নিয়ে মাত্র দুটো ম্যাচ খেলা হল নাসাউ আন্তর্জাতিক স্টেডিয়ামে। শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচেই বোঝা গিয়েছিল পিচের চরিত্র। দ্বিতীয় ম্যাচ পেরোতে পেরোতেই ত্রাহি ত্রাহি রব। রবিবার ভারতকে এই সারফেসেই খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। আমের-শাহিন-নাসিমদের ডেলিভারি রোহিত-বিরাটদের কোনও অমঙ্গল ঘটাবে না, তা কি জোর দিয়ে বলা যাবে এখন?

Rishabh Pant Ireland T20 World Cup Indian Team Rohit Sharma ICC Cricket World Cup Ireland Cricket Team Cricket World Cup Indian Cricket Team ICC
Advertisment