India vs Bangladesh: নর্থ সাউন্ডের আন্টিগা স্টেডিয়ামে শনিবার সুপার-৮'এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। জিতলেই সেমিতে পৌঁছনোর হাতছানি ভারতের সামনে।
গ্রুপ পর্বের মত শেষ আটে এসেও ভারত নিজেদের অপরাজিত তকমা ধরে রেখেছে। আফগানিস্তানও ভারতের বিশ্বকাপ অভিযানে দাগ লাগাতে পারেনি। গ্রুপ-১ থেকে সেমিতে ওঠার বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গেই ফেভারিট ভারত। ভারত অপরাজিত থাকলেও বিক্ষিপ্তভাবে ব্যাটিং এবং বোলিংয়ে সমস্যা রয়েই গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামার আগে ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করার সুযোগ পাচ্ছে। শেষ চারে ভারতকে মোকাবিলা করতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজ/ দক্ষিণ আফ্রিকা অথবা ইংল্যান্ডের মত দলের বিপক্ষে।
যে তিন বিষয় বাংলাদেশ ম্যাচে নজর রাখবে ভারত:
ওপেনার বনাম বাংলাদেশ পেসার:
ব্যাট হাতে ওপেনিংয়ে রোহিত-বিরাট দুজনেই ছন্দে নেই। স্লো পিচে খেলতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে ভারতীয় ব্যাটারদের। বাঁ হাতি পেসারদের বিপক্ষে রোহিতের পুরোনো দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে আফগানিস্তান ম্যাচে। ফজলহক ফারুখির স্লোয়ার বুঝতে না পেরে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন হিটম্যান।
ফজলহক ফারুখির মতই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন মুস্তাফিজুর রহমান। টি২০-তে কাটার মাস্টারের বিরুদ্ধে রোহিতের রেকর্ড অবশ্য বেশ উজ্জ্বল। ৭২ বলে ১২২ করেছেন ১৬৯.৪৪ স্ট্রাইক রেটে। ব্যাটিং গড়-ও ৪০ এর উপরে। ১১ বার টি২০ সাক্ষাতে মুস্তাফিজুর তিনবার আউট করেছেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেনকে।
আরও পড়ুন: বৃষ্টি হলেই পোয়াবারো বাংলাদেশের, সেমির দৌড়ে হোঁচট খাবে ভারত! বড় আপডেট ম্যাচের আগেই
কোহলির চ্যালেঞ্জ তাসকিন আহমেদ এবং তানজিম সাকিবের স্কিডি পেসের মোকাবিলা করা। অফস্ট্যাম্পের করিডরে কোহলির পরীক্ষা নেবেন দুই দ্রুতগতির বাংলাদেশ পেসার। বিশ্বকাপে শোচনীয় ব্যাটিং ব্যর্থতায় ভুগছেন কিং কোহলি। চার ম্যাচে দুই অঙ্কের রানে পৌঁছেছেন মাত্র একবার। আফগানিস্তানের বিরুদ্ধে ২৪ বলে মাত্র ২৪ করেছিলেন। অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ ম্যাচই তাই কোহলির কাছে ফর্মে ফেরার শেষ সুযোগ। সেমিতে প্রত্যেক দলেরই হেভিওয়েট পেস আক্রমণের মুখে পড়তে হবে তাঁকে।
ঋষভ পন্থের স্পিন চ্যালেঞ্জ
দুই ওপেনার শোচনীয় ফর্ম প্রদর্শনীর পর অক্সিজেন নিয়ে এসেছে ঋষভ পন্থের অক্রিকেটীয় অতিমানবিক সমস্ত শট। তবে চলতি টুর্নামেন্টে সেভাবে ভালো লেগস্পিন সমৃদ্ধ দলের মুখে পড়েননি তিনি। লেগ স্পিনে তাঁর সমস্যা নতুন কিছু নয়। এবারের বিশ্বকাপে মোট রিস্ট স্পিনারদের মোট পাঁচ বল মোকাবিলা করেছেন। করেছেন মাত্র ছয় রান। আফগানিস্তান ম্যাচে রশিদ খানকে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর হয়ে গিয়েছিলেন। সেই একই চ্যালেঞ্জ নিয়ে আবির্ভূত হবেন রিশাদ হোসেন। চলতি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম আবিষ্কার রিশাদ। বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে তাঁর রেকর্ড ঈর্ষণীয়- ছয় উইকেট পেয়েছেন, ইকোনমি ৮.৫৯।
লেগ স্পিনারদের বিরুদ্ধে ২১ ইনিংসে পন্থ মাত্র তিনবার আউট হলেও তাঁর স্ট্রাইক রেট নেমে দাঁড়িয়েছে ১১৮.৫৯-এ। পন্থ বনাম রিশাদ ডুয়েল ম্যাচের রং অনেকটাই নির্ধারণ করে দেবে।
শিভম দুবে প্রশ্ন
মিডল অর্ডারে হিটিং সক্ষমতা বাড়ানোর জন্য শিভম দুবেকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সিএসকেতে সাড়া জাগানো পারফর্ম করা তারকা। ক্যাপ্টেন রোহিত শর্মা বল হাতেও তারকাকে সেভাবে ব্যবহার করছেন না। এতেই দুবের প্ৰহ্ম5 একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। আফগানিস্তান ম্যাচেও স্পিন আক্রমণের সামনে জ্বলে উঠতে পারেননি। শেষমেষ রশিদ খানের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। আইপিএলে একের পর এক স্পিনারদের উড়িয়েছেন। তবে বিশ্বকাপে রিস্ট স্পিনারদের সামনে নির্বাকই থেকেছেন তিনি।
আন্তর্জাতিক টি২০-তে লেগ স্পিনারদের বিপক্ষে দুবের স্ট্রাইক রেট-ও আশঙ্কা জাগানোর মত। চলতি বছরে টি২০-তে স্পিনের বিপক্ষে তাঁর স্ট্রাইক রেট যেখানে ১৫৭.৮৯, সেখানে আন্তর্জাতিক ম্যাচে এই স্ট্রাইক রেট কমে দাঁড়িয়েছে ১২৭.৭৭। রিশাদ হোসেনের বিরুদ্ধে শিভমের জ্বলে ওঠার ওপর অনেকটাই নির্ভর করছে ভারত-বাংলাদেশ ম্যাচের ভাগ্য।