T20 World Cup 2024 Opening Ceremony Live Telecast: আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই শুরু হয়ে যাবে টি২০ ক্রিকেটের মহাযুদ্ধ। এই প্রথমবার কোনও টি২০ বিশ্বকাপের সংস্করণে ২০ দল একসঙ্গে অংশ নিতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও নজরকাড়া হতে চলেছে।
কোনও ধরণের বিশ্বকাপে এই প্ৰথমবার মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেবে। যুগ্ম আয়োজনের দায়িত্ব প্রাপ্ত দেশও মার্কিন যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই নামবে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষ কানাডা। একই দিনে ওয়েস্ট ইন্ডিজ আবার নিজের দেশে গায়ানায় নামবে পাপুয়া নিউগিনির বিপক্ষে।
জেনে নেওয়া যাক, টি২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী কী চমক থাকছে:
ইউএসএ টুডে-তে বলা হয়েছে ডালাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা মুখোমুখি হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠানের আসর বসবে। টস হওয়ার ঠিক ১০ মিনিট আগে দেখা যাবে চমক। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ওপেনিং সেরিমনি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশিত হয়নি।
ঘটনা হল, মার্কিন যুক্তরাষ্ট্রে ওপেনিং সেরেমিনির সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজ পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠান হবে গায়ানায় জর্জটাউনে। যেখানে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। এই অনুষ্ঠান হবে তারকা-খচিত।
টি২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান (ওয়েস্ট ইন্ডিজে) কখন শুরু হবে?
রবিবার ২ জুন টি২০ ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে সন্ধ্যা ছয়টায় (ভারতীয় সময় অনুযায়ী)।
টি২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন?
ত্রিনিদাদের বিখ্যাত গায়ক ডেভিড রাডার মঞ্চ কাঁপাবেন এরফান আলভস-এর সঙ্গে। চাটনি মিউজিক তারকা রবি বি পারফর্ম করবেন ডিজে আন্না এবং আল্ট্রা-র সঙ্গে। সঙ্গীতে-রংয়ে ভরে উঠবে গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম।
কোথায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করা যাবে?
ভারতীয় দর্শকরা টি২০ বিশ্বকাপের লাইভ সম্প্রচার উপভোগ করতে পারবেন স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম-এ লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার-এ।