Advertisment

Viral Bangladeshi Journalist: বিশ্বকাপেও এবার হোয়াট হ্যাপেনিং ঝড়, বাংলাদেশি সাংবাদিককে নিয়ে চরম খিল্লি ইউএসএ দলের, দেখুন ভিডিও

USA in t20 World Cup 2024: এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানকে ফাইনালে হারিয়ে ইসলামাবাদ ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার পর, দলের বিদেশি তারকা ম্যাথু ফোর্ডেকে দেখা যায় বাংলাদেশি সেই সাংবাদিককে নকল করে ইংরেজিতে সতীর্থদের কাছে প্রশ্ন করছেন, 'ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়াটস হ্যাপেনিং…!'

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh, BPL, What Happening

USA mocks Bangladesh journalist: ইউএসএ দলের সেলিব্রেশনে বাংলাদেশ সংবাদিকের সেই প্রশ্ন (টুইটার)

USA cricket Team what happening celebration: 'হোয়াট হ্যাপেনিং?' নিয়ে মজা নেওয়ার তালিকায় এবার ঢুকে পড়ল আমেরিকাও। আগে ভারত, পাকিস্তান, জিম্বাবোয়ে এই মজা নেওয়ার তালিকায় নাম লিখিয়েছিল। এবার, সেই তালিকায় টি-২০ বিশ্বকাপ খেলা আমেরিকা দলও যোগ দিল। আমেরিকানদের ড্রেসিংরুমের এই মস্করা ভাইরাল হয়েছে আইসিসির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।

Advertisment

আসলে, বাংলাদেশের সাংবাদিক রাজিবুল ইসলামকে ভুলতে পারছে না ক্রীড়া দুনিয়া। বাংলাদেশের এক টিভি চ্যানেলের সাংবাদিক রাজিবুল ২০২৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) ফাইনালের পর ভাইরাল হয়ে যান। কারণ, সেই সময় তিনি চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে প্রশ্ন করেছিলেন, 'ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়াট'স হ্যাপেনিং?' এই প্রশ্নের উত্তর রাসেল বুঝতে পারেননি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যার মুখ্য আকর্ষণ হয়ে ওঠে, 'হোয়াট'স হ্যাপেনিং'।

আর, এই শব্দদুটোকে নিয়ে তারপর থেকে বহু মিম হয়েছে। ক্রিকেট থেকে ফুটবল, জয়ের পর খেলোয়াড়রা পরস্পরকে 'হোয়াট'স হ্যাপেনিং' প্রশ্ন করে রীতিমতো মজা নিয়েছেন। সেটা মজা নেওয়ার সীমানা এবার উপমহাদেশের গন্ডি ছাড়িয়ে আমেরিকায় পৌঁছে গেল। এবারের টি-২০ বিশ্বকাপে প্রথমবার নেমেই সুপার ৮-এ পৌঁছে গিয়েছে আমেরিকা। সেই দলের অন্যতম সদস্য আলি খান। তিনি ড্রেসিংরুমে দাঁড়িয়ে আমেরিকার অস্থায়ী অধিনায়ক অ্যারন জোন্সকে প্রশ্ন করেছেন, 'ফাস্ট গেম ইউ পারফর্ম, হোয়াট'স হ্যাপেনিং?' যথারীতি অ্যারন বোঝাতে চেয়েছে, তিনি প্রশ্নটা বুঝতে পারছেন না!

এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানকে ফাইনালে হারিয়ে ইসলামাবাদ ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার পর, দলের বিদেশি তারকা ম্যাথু ফোর্ডেকে দেখা যায় বাংলাদেশি সেই সাংবাদিককে নকল করে ইংরেজিতে সতীর্থদের কাছে প্রশ্ন করছেন, 'ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়াটস হ্যাপেনিং…!' আর সেই প্রশ্ন শুনে হাসিতে ফেটে পড়তে দেখা গিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড দলের কিউই তারকা কলিন মুনরোকে। পুরো ভিডিওটি ইসলামবাদ ইউনাইটেড নিজেদের ফেসবুকে পোস্টও করেছিল। শুধু তাই নয়, পাকিস্তান ক্রিকেট দল আর্মি ট্রেনিংয়ের সময়ও বাংলাদেশি ওই সাংবাদিককে নিয়ে তুমুল হাসি-ঠাট্টায় মেতে উঠেছিল।

শুধু ক্রিকেটের মঞ্চেই নয়। 'হোয়াট'স হ্যাপেনিং' নিয়ে মস্করা ছড়িয়ে পড়েছিল ফুটবল দুনিয়াতেও। লিগ-শিল্ড জয়ের পর, মোহনবাগানের মনবীর সিং, আনোয়ার আলিদের মস্করা করে এক ফ্যান প্রশ্ন করেছিলেন 'হোয়াট'স হ্যাপেনিং?' অফিসিয়াল ফ্যান পেজ থেকে না হলেও, মোহনবাগানের একাধিক ফ্যান পেজ থেকে সেই ভিডিও শেয়ার করাও হয়েছিল। আইপিএলে আবার কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর ড্রেসিংরুমে আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা ঠাট্টায় মেতে ওঠেন বাংলাদেশি সাংবাদিকের ভাইরাল সেই প্রশ্ন নিয়ে। কেকেআরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্টও করা হয়েছিল। সেই 'হোয়াট'স হ্যাপেনিং?'-কেই এবার টি-২০ বিশ্বকাপে এবার এনে ফেলল আমেরিকা। যা পোস্ট হয়েছে খোদ আইসিসির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।

T20 World Cup Bangladesh Cricket ICC Cricket World Cup Cricket World Cup USA Bangladesh Cricket Team
Advertisment