USA skipper Monank Patel: চোটের জন্য স্বপ্ন ভেঙে গেল মোনাঙ্ক প্যাটেলের। তাঁর স্বপ্ন ছিল, রোহিত শর্মার সঙ্গে ম্যাচে টস করবেন। মোনাঙ্ক নিজে রোহিত শর্মার ভক্ত। তাঁর জন্ম ভারতে। এবারের টি-২০ বিশ্বকাপে আমেরিকা দলের অধিনায়ক। বুধবারই বিশ্বকাপে ভারত-আমেরিকা মুখোমুখি হয়েছে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আর মোনাঙ্ক যেহেতু আমেরিকার অধিনায়ক, সেই স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
কিন্তু, মোনাঙ্কের চোট, সেই স্বপ্নটা ভেঙে দিল। চোটের জন্য তিনি এই ম্যাচ খেলতে পারছেন না। তাঁর জায়গায় বুধবার আমেরিকার অধিনায়কত্ব করছেন অ্যারন জোনস। বুধবারের ম্যাচে মোনাঙ্কের জায়গায় দলে ঢুকেছেন শায়ান জাহাঙ্গির। এদিনের একাদশে আরও একটা বদল করেছে আমেরিকা। স্পিনার নস্টুশ কিনজিগের জায়গায় দলে ঢুকেছেন ফাস্ট বোলার শ্যাডলি।
মোনাঙ্ক এর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'টি-২০ বিশ্বকাপের আগে আমি যখন জানতে পারি যে আমরা গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে খেলব, তখন আমার মাথায় প্রথম জিনিস যেটা এসেছিল, তা হল যে আমি রোহিত শর্মার সঙ্গে টস করব। রোহিত আমার প্রিয় খেলোয়াড়। ওকে আমি রীতিমতো নকল করি। সেই রোহিতের সঙ্গে ম্যাচে টস করাটা আমার কাছে এক বিরাট প্রাপ্তি। এই প্রাপ্তির কথা আমি চিরকাল মনে রাখব।'
মোনাঙ্ক ভারতে থাকাকালীন গুজরাটের হয়ে অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে খেলেছেন। সেই সময় অক্ষর প্যাটেল এবং জসপ্রিত বুমরাহ ছিলেন তাঁর সতীর্থ। ২০১৫ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। তার তিন বছর পর, ২০১৮ সাল থেকে আমেরিকার জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলছেন। বুধবারের ম্যাচে মোনাঙ্কের অনুপস্থিতি নিয়ে মুখ খুলেছেন পরিবর্ত অধিনায়ক অ্যারন জোন্স।
টসের সময় জোন্স বলেন, 'আমার খুবই খারাপ লাগছে যে মোনাঙ্ক আজকে দলে নেই। আমি আশা করব ও চোট সারিয়ে দ্রুত দলে ফিরবে। মোনাঙ্কের জায়গায় আজকের ম্যাচে শায়ান জাহাঙ্গির খেলছে। আর, নস্টুশের জায়গায় দলে শ্যাডলি ঢুকেছে।' আমেরিকা তাদের আগের একাদশে বদল আনলেও বুধবার ভারত তাদের গতম্যাচের একাদশই ধরে রেখেছে। নিউইয়র্কে টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন- মাঠের বাইরের বল জালে ঠেলে গোল! ফিফায় তোলপাড় ফেলতে চলেছে ভারত, ইঙ্গিত কল্যাণের
টস করতে এসে প্রতিক্রিয়ায় রোহিত বলেছেন, 'আমরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। এই ম্যাচে পরিস্থিতি দ্রুত মূল্যায়ন করতে হবে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। লক্ষ্য, ভালো কিছু করা। আর, সেই লক্ষ্য যাতে সঠিকভাবে পূরণ করা যায়, সেটাই দেখা উচিত। গত ম্যাচ আমরা দারুণ খেলেছি। আমরা বেশি রান করতে পারিনি। শেষ পর্যন্ত বোলাররাই ম্যাচ জিতিয়েছেন।'