/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/sehwag-bangladesh.jpg)
Sehwag on Bangladesh Cricket Team: বাংলাদেশ দলকে একহাত নিলেন শেওয়াগ (টুইটার)
Virender Sehwag, Shakib Al Hasan, Bangladesh Cricket: বরাবর নিজের ঠোঁটকাটা মন্তব্যের জন্য ক্রিকেট মহলে পরিচিত। অপ্রিয় সত্যি কথা বলতে শেওয়াগের জুড়ি মেলা ভার। সুপার-৮ পর্বে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর ফের একবার একহাত নিলেন বাংলাদেশ ক্রিকেট টিমকে।
ক্রিকবাজ-কে দেওয়া সাক্ষাৎকারে শেওয়াগ চাঁচাছোলা ভাষায় বলে দিয়েছেন, ভারত অনর্থক এত দেরি করল। চাইলে অনেক আগেই ম্যাচ ফিনিশ করে দিতে পারতেন বুমরারা। "ওঁরা আসলে ভারতের দিনটাই নষ্ট করে দিয়েছে। অনেক লম্বা সময় ধরে খেলা হল। প্ৰথমে ব্যাট করলেও ওঁরা এর কাছাকাছিই স্কোর করত। তখন ভারত চেজ করলে আরও তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দিত। আমরাও আরও তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারতাম। আরে এটা তো সেই বাংলাদেশ-ই। ওঁদের এত হাইপ তোলার কী রয়েছে!" তাচ্ছিল্য করে বলে দিয়েছেন বীরু।
Shakib Al Hasan, the most arrogant cricketer in the his history.
Journalist: There has been lot of discussions about your performance especially criticize by Virendra Sehwag"
Shakib: Who is Sehwag?
pic.twitter.com/wtqlGrdeX3— Farrago Abdullah Parody (@abdullah_0mar) June 14, 2024
এর আগে সাকিবকে অবসরের পরামর্শ দেওয়ার পর ঝড় বয়ে গিয়েছিল পদ্মাপাড়ে। সাকিব স্বয়ং প্রেস কনফারেন্স-এ শেওয়াগ-কে না চেনার বার্তা দিয়েছিলেন। শেওয়াগ অবশ্য এতে দমছেন না। সাকিবকে ফের একহাত নিয়ে ভারতীয় কিংবদন্তি বলে দিয়েছেন, "আজকেই তো সাকিব আল হাসানের নিজেকে চেনানোর ম্যাচ ছিল। বড় দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ। ক্রিজে ওঁর সঙ্গে শান্ত ব্যাটিং করছিল। ওঁকে অন্তত টিকে থেকে সাহায্য তো করতে পারত। অন্তত ১৫-১৬ ওভার পর্যন্ত ক্রিজে থাকা উচিত ছিল ওঁর। মাত্র ১১ করে আউট হতে গেল। এটা আমার বোধগম্য হল না। ও সকলকে হতাশ করল। ওঁর এত অভিজ্ঞতা। সেটা কোনও কাজেই এল না।"
আরও পড়ুন: ভারত-ম্যাচে হারের দায়িত্ব ক্যাপ্টেনের, টসে জিতে ফিল্ডিং কেন! গৃহযুদ্ধের ইঙ্গিত দিয়ে বিস্ফোরক সাকিব
সাকিব টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন ৫০ উইকেট দখল করে। রোহিত শর্মাকে আউট করেন সাকিব। তবে ভারত ম্যাচে ব্যক্তিগত কীর্তির অধ্যায় দূরে সরিয়ে রাখলে দুঃস্বপ্নের হয়ে থাকল তাঁর জন্য। ৩ ওভারে ৩৭ রান খরচ করলেন।মাত্র ১ উইকেটের বিনিময়ে। ব্যাট হাতে অবদান ৭ বলে মাত্র ১১ রান।
১৯৭ রানের বিশাল টার্গেট চেজ করতে নেমে সাকিব পাঁচ নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন। কুলদীপের বলে ছক্কাও হাঁকান তিনি। তবে সেই ওভারেই কুলদীপের শিকার হয়ে ফিরতে হয় তাঁকে। শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল শান্ত-র ৪০ এবং রিশাদ হোসেনের ১০ বলে ২৪ রানের ইনিংস বাংলাদেশকে কোনওরকমে ১৪৬ পর্যন্ত পৌঁছতে সাহায্য করে।
বাংলাদেশের এরকম হতশ্রী পারফরম্যান্স দেখে মুখে কোনও লাগাম না টেনেই শেওয়াগ বলে দিয়েছেন, "সাকিবের এত অভিজ্ঞতা। সেই বিষয়ে ও মোটেই সদ্ব্যবহার করছে না। নাকি ওঁর এসব বিষয়ে কিছু যায় আসে না? নাকি ও ভাবছিল টার্গেট এতটাই বড় যে এখন একটি ছক্কা হাঁকাব, পরের বলে আবার ছক্কা হাঁকিয়েই যাব। এই জন্যই আগের বার বলেছিলাম, দলে নতুন কাউকে যেন ও জায়গা ছেড়ে দেয়।"