Advertisment

Virender Sehwag-Shakib Al Hasan: নিজেকে কি হেডেন-গিলক্রিস্ট ভাবো নাকি! সাকিবকে ভয়ঙ্কর অপমান করে তুলোধোনা শেওয়াগের

Bangladesh cricketer Shakib Al Hasan: বাংলাদেশের তারকা ব্যাটার সাকিব আল হাসান মাত্র তিন রান করার পর অ্যানরিচ নর্টজের বলে আউট হয়ে যান। যা দেখে সেওয়াগ বলেছেন, সাকিবের অনেক আগেই টি-২০ ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত ছিল। একইসঙ্গে রীতিমতো পরিসংখ্যান দিয়ে সেওয়াগ জানান, টি-২০ ফরম্যাটে সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sehwag On Shakib Al Hasan:

Sehwag On Shakib Al Hasan: সাকিবের সমালোচনায় শেওয়াগ (টুইটার)

Virender Sehwag slams Shakib Al Hasan: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের পরাজয়ের পর বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে একহাত নিলেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। মাত্র ১১৪ রান তাড়া করে নাজমুল হোসেন শান্তর দল এই ম্যাচ চার রানে হেরে গিয়েছে। তার আগে গোটা ম্যাচটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। ফলে, অনেকেই ভাবতে পারেননি যে বাংলাদেশ এই ম্যাচ হেরে যাবে।

Advertisment

তার মধ্যে বাংলাদেশের তারকা ব্যাটার সাকিব আল হাসান মাত্র তিন রান করার পর অ্যানরিচ নর্টজের বলে আউট হয়ে যান। যা দেখে সেওয়াগ বলেছেন, সাকিবের অনেক আগেই টি-২০ ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত ছিল। একইসঙ্গে রীতিমতো পরিসংখ্যান দিয়ে সেওয়াগ জানান, টি-২০ ফরম্যাটে সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়। 'লজ্জাজনক' বললেও কম বলা হয়। সেই সাকিব কেন বাংলাদেশের টি-২০ দলে, সেই প্রশ্নও তুলেছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সেওয়াগ বলেছেন, 'গত বিশ্বকাপের সময়ই, আমি ভেবেছিলাম ওকে (সাকিব) আর টি-২০ ফরম্যাটে নেওয়াই উচিত নয়। অবসরের সময় তো অনেক আগেই পেরিয়ে গেছে। তারপরও ও অবসর নিচ্ছে না, খেলেই যাচ্ছে। ও একজন সিনিয়র খেলোয়াড়। ও এই দলের অধিনায়ক ছিল। ওর (সাকিব) তো লজ্জিত হওয়া উচিত। সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্সের হিসেবগুলো সামনে তুলে ধরা উচিত। ওর তো নিজের থেকেই বলা উচিত, অনেক হয়েছে। এবার আমি টি-২০ ফরম্যাট থেকে অবসর নেব।'

একইসঙ্গে সেওয়াগ বলেছেন, সাকিব তো আর 'অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেডেন না। যে, যখন তখন পুল শট মারতে পারবে। ও যেমনভাবে খেলে, সেই নিজের খেলাটাই খেলা উচিত। ওর এখন যেটা সবার আগে দরকার, ক্রিজে বেশ কিছুটা সময় কাটানো।' এবারের টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ২।

ম্যাচে হারের পর প্রতিক্রিয়ায় নাজমুল হোসেন শান্ত বলেছেন, 'আমরা কিছুটা নার্ভাস ছিলাম। তবে, ভেবেছিলাম এই রান টপকাতে পারব। কিন্তু, শেষ পর্যন্ত সেটা পারিনি। তানজিম হাসান গত কয়েকদিনে সত্যিই কঠোর পরিশ্রম করেছে। ও এই ম্যাচে ভালো খেলেছে। ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। আমাদের ভালো লেগ স্পিনারের অভাব ছিল। রিশাদ সেই অভাব পূরণ করেছে। সমর্থকরা শেষ পর্যন্ত আমাদের সমর্থন করে গিয়েছেন। এজন্য তাঁদের ধন্যবাদ। আশা করি, তাঁরা ওয়েস্ট ইন্ডিজেও আমাদের খেলা দেখতে যাবেন।'

T20 World Cup Shakib Al-Hasan Bangladesh Cricket ICC Cricket World Cup Cricket World Cup Virender Sehwag Bangladesh Cricket Team
Advertisment