Advertisment

Hardik Pandya from West Indies: ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ খেলছেন হার্দিক পান্ডিয়া! জানাল স্টার স্পোর্টস, তুঙ্গে বিতর্ক

Hardik Pandya error from TV broadcaster: অনেক সমর্থক একধাপ এগিয়ে বলছেন যে হার্দিক আসলে ওয়েস্ট ইন্ডিজের। হার্দিকের ভাই ক্রুনালের এক পুরোনো ক্লিপ হঠাৎ-ই ভাইরাল। যেখানে ক্রুনাল সরাসরি দাদা হার্দিককে ক্যারিবিয়ান ব্যক্তির সঙ্গে তুলনা করছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya, Roston Chase, West Indies, t20 World Cup

Hardik Pandya from West Indies: হার্দিককে নিয়ে বড় গোলযোগ টি২০ বিশ্বকাপে (টুইটার)

Hardik Pandya and t20 World Cup: টি২০ বিশ্বকাপ সবেমাত্র শুরু হয়েছে। এর মধ্যেই বড়সড় গোলযোগ বাঁধিয়ে ফেলল সম্প্রচারকারী স্টার স্পোর্টস-এর ভুল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের জন্ম হয়েছে। আসলে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাপুয়া নিউ গিনির মধ্যে খেলার ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী সংস্থার তরফে যখন স্কোরকার্ডটি দেখানো হয় সেখানেই ছিল বড় ভুল।

Advertisment

ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজের ছবির জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়ার মুখ। রস্টন সেই ম্যাচে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেন। আর ক্যারিবিয়ান তারকার বদলে হার্দিক পান্ডিয়ার ছবি দেখে অবাক ক্রিকেট মহল। এই ভুলের পর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারকারী সংস্থাকে নিয়ে ট্রোল করা শুরু করেছেন।

অনেক সমর্থক একধাপ এগিয়ে বলছেন যে হার্দিক আসলে ওয়েস্ট ইন্ডিজের। হার্দিকের ভাই ক্রুনালের এক পুরোনো ক্লিপ হঠাৎ-ই ভাইরাল। যেখানে ক্রুনাল সরাসরি দাদা হার্দিককে ক্যারিবিয়ান ব্যক্তির সঙ্গে তুলনা করছেন। ইউটিউব সিরিজ 'হোয়াট দ্য ডাক'-এর সিজন ৩ থেকে নেওয়া একটি ক্লিপে, ক্রুনালকে মজা করে বলতে শোনা গিয়েছে, "আপনি যদি ছোটবেলায় হার্দিকের ছবি দেখে থাকেন তবে আপনি ভাবতেন যে এই বাচ্চা ভারতীয় নয়, নির্ঘাত ক্যারিবিয়ান।"

প্রসঙ্গত, এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ও ইউটিউবে 'ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস'-এর একটি পর্বে হার্দিক পান্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের সাদৃশ্যের কথা বলেছিলেন। ২০১৮-য় এক ভিডিওতে মহারাজ বলেছিলেন, "কয়েকদিন আগেই হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা হল। দেখে মনে হচ্ছিল যেন তার জন্ম জ্যামাইকায়। ও বরোদার হতেই পারে না।" তবে হার্দিককে নিয়ে সম্প্রচারকারীর ভুলের অবশ্য শাপে বর হয়েছে ভারতীয় তারকার জন্য। ক্রিকেট মহলে হার্দিককে নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে সফল হওয়ার পর।

হার্দিকের সদ্য শেষ হওয়া আইপিএল দুঃস্বপ্নের হয়ে থেকেছে। মুম্বইয়ের অধিনায়কত্ব রোহিতের কাছ থেকে।নেওয়ার পর থেকেই তাঁকে নিয়ে ক্রমাগত নেতিবাচক কথাবার্তা হচ্ছিল। যাইহোক, বিশ্বকাপে অবশ্য মনে করা হচ্ছে, হার্দিক আইপিএলের বিতর্ক পিছনে ফেলে এসেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য অন্যতম অস্ত্র হাতে চলেছেন হার্দিক। হার্দিকের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে দলীয় ভারসাম্য। বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে বরোদার তারকা ২৩ বলে ৪০ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন। বল হাতে তারপর দখল করেন একটা উইকেট-ও। যাইহোক, ৫ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ৯ জুন টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। দ্বিতীয়বার এই শিরোপা জিততে এসেছে ভারতীয় দল।

T20 World Cup West Bengal West Indies West Indies Cricket Team ICC Cricket World Cup Cricket World Cup
Advertisment