Advertisment

T20 World Cup 2024: হারতে হারতে কোনওরকমে জয় উইন্ডিজের! বিশ্বকাপের প্ৰথম অঘটন রুখে দিলেন সেই কেকেআরের রাসেল

West Indies vs PNG T20 World Cup: প্রথমে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনি পিচের গতির সঙ্গে খাপ খাওয়াতে সমস্যায় পড়েছিল। তারপর সেসে বাউয়ের হাফসেঞ্চুরি পিএনজিকে কোনওরকমে একশো রানের গন্ডি পেরোতে সাহায্য করে।

author-image
IE Bangla Sports Desk
New Update
West Indies pipped PNG by five wickets in a nervy finish on Sunday. (ICC)

রবিবার নার্ভি ফিনিশিংয়ে ওয়েস্ট ইন্ডিজ পিএনজিকে পাঁচ উইকেটে হারিয়েছে। (আইসিসি)

West Indies vs PNG: গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে কোনওরকমে হারতে হারতে বাঁচল দুবারের টি২০ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ সিতে পাপুয়া নিউগিনির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ক্যারিবিয়ানরা পাঁচ উইকেটে জয়লাভ করল পাপুয়া নিউগিনির বিপক্ষে।

Advertisment

মাত্র ১৩৭ রানের টার্গেট চেজ করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার শেষ হয়ে গিয়েছিল। এরপরে দলকে কোনওরকমে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন কেকেআরের রাসেল এবং রস্টন চেজ।

প্রথমে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনি পিচের গতির সঙ্গে খাপ খাওয়াতে সমস্যায় পড়েছিল। তারপর সেসে বাউয়ের হাফসেঞ্চুরি পিএনজিকে কোনওরকমে একশো রানের গন্ডি পেরোতে সাহায্য করে। শেষদিকে উইকেটকিপার কিপলিন দরিগার ১৮ বলে ২৭ রানের ক্যামিও দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়।

ম্যাচে হালকা বৃষ্টিতে সামান্য বিরতি নিতে হয়। রান চেজ করার সময় ওপেনার জনসন চার্লস প্ৰথম বলেই শূন্য রানে আউট হয়ে ফিরে যান। নিকোলাস পুরানও ব্যাটে-বলে সংযোগ করতে ব্যর্থ হচ্ছিলেন। ২৭ বলে ২৭ করে আউট হন তিনি।

ব্রেন্ডন কিং বেশ কিছু ডট বল খেলেন। তবে সাতটা বাউন্ডারি হাঁকিয়ে সেই ডট বল খেলা পুষিয়ে দেন তিনি। ইনিংসের মাঝামাঝি আঘাত হানে পিএনজি। ওয়েস্ট ইন্ডিজ সেই সময় ৬৩/৩ ছিল।

চার নম্বরে ব্যাট করতে নেমে রস্টন চেজ একপ্রান্ত আগলে ছিলেন। এরপরে হঠাৎ করেই আরও দুই উইকেট হারিয়ে ধসে পড়ার উপক্রম হয় উইন্ডিজের। অধিনায়ক রভম্যান পাওয়েলও ফিরে যান। ১৬ ওভার শেষে ৯৭/৫ হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ-ই সেই সময় ব্যাকফুটে ছিল। ষষ্ঠ উইকেটে চেজ-রাসলের ৩৯ রানের পার্টনারশিপে কোনওরকমে এক ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছয় ওয়েস্ট ইন্ডিজ। চেজ শেষ পর্যন্ত ২৭ বলে ৪২ করেন। রাসেল অপরাজিত থাকেন ৯ বলে ১৫ করে।

টি২০ বিশ্বকাপে এই নিয়ে টানা চতুর্থ হার হজম করল পিএনজি। ২০২১-এর কুড়ি কুড়ি বিশ্বকাপে অংশ নিয়ে সমস্ত ম্যাচই হেরেছিল দলটি। বিশ্বের পঞ্চম টেস্ট খেলিয়ে দলের বিপক্ষে খেলল পিএনজি। এর আগে আইসিসির কোনও পূর্ণ সদস্যের দেশের বিরুদ্ধে দুবার জয়ের নজির রয়েছে। দুবারই পিএনজি হারিয়েছিল আয়ারল্যান্ডকে।

T20 World Cup West Indies West Indies Cricket Team Papua New Guinea Cricket Team Andre Russell ICC Cricket World Cup Cricket World Cup
Advertisment