Afghanistan defeat Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক জয় সেমিফাইনালের দৌড়ে গ্রুপ-এ'তে চতুর্মুখী লড়াই হাজির করল। সেমিফাইনালে কার্যত পৌঁছেই গিয়েছে ভারত।
ভারতের কী করণীয়
ভারতের শেষ চারে জায়গা পাকা করার জন্য শেষ ম্যাচে স্রেফ অস্ট্রেলিয়াকে হারাতে হবে। নিজেরা হারলেও কোনওভাবেই যেন অস্ট্রেলিয়া ম্যাচে হারের ব্যবধান বড়সড় না হয়। ভারতের নেট রানরেট +২.৪২৫। শেষ মুহূর্তে বড়সড় অঘটন না ঘটলে ভারত সেমিফাইনালে যাচ্ছেই।
অস্ট্রেলিয়াকে কী করতে হবে?
ভারত যদি শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসে, তাহলে মিচেল মার্শের দল নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে আফগানিস্তানকে পেরিয়ে সেমিতে পৌঁছে যাবে। নেট রানরেটে অস্ট্রেলিয়া (+০.২২৩) এখন অনেকটাই এগিয়ে আফগানদের (-০.৬৫০) থেকে। তবে গ্রুপ থেকে শীর্ষস্থান অর্জন করে সেমিতে পৌঁছনোর জন্য ভারতকে বড়সড় ব্যবধানে হারাতে হবে অজিদের। ভারতকে শীর্ষস্থান দখলের লড়াইয়ে পেরোতে হলে বড় জয় প্রয়োজন অস্ট্রেলিয়ার। ধরা যাক, ভারত প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ১৫০ তুললে সেই স্কোর অজিদের চেজ করতে হবে ১৪ ওভারের মধ্যে। একইভাবে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে ২০০ তুললে ভারতকে ১৫০ রানের মধ্যে বেঁধে রাখতে হবে।
আফগানিস্তানের কী করণীয়
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল জেনে নিয়ে শেষ ম্যাচে আফগানিস্তান নামবে বাংলাদেশের বিপক্ষে। খুব সোজা হিসাবে সোমবার ভারতের হয়ে গলা ফাটাতে হবে আফগানিস্তানকে। ভারত যদি মার্শ বাহিনীর বিরুদ্ধে জয় পায় তাহলে বাংলাদেশকে হারলেই সোজা সেমিতে পৌঁছে যাবেন রশিদ খানরা। ভারত হারলে সমীকরণের অঙ্ক কষে বাংলাদেশকে হারাতে হবে আফগানিস্তানকে।
বাংলাদেশের কী করণীয়
বাংলাদেশেরও খাতায় কলমে এখনও সুযোগ রয়েছে। আফগানিস্তানের জয়ে বাংলাদেশের হিসাবের অঙ্ক প্রলম্বিত হল। বাংলাদেশকে শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের সঙ্গেই চোখ রাখতে হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ওপর। সেই ম্যাচে ভারতের জয় প্রার্থনা করবে বাংলাদেশ। ভারতের জয়ের সঙ্গেই শেষ ম্যাচে বাংলাদেশ যদি আফগানদের হারাতে পারে তাহলে ভারত শীর্ষ স্থানে থেকে পৌঁছে যাবে শেষ চারে। তখন অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ- তিন দলই পয়েন্ট তালিকায় একই জায়গায় দাঁড়াবে। সেই সময় সেরা রানরেট নিয়ে থাকা দল দ্বিতীয় স্থানে থেকে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ নেট রানরেটে অনেক পিছিয়ে গ্রুপের তিন দলের থেকে। তাই অলৌকিক কিছু না ঘটলে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত।