Advertisment

IND vs PAK: ট্রফি জয় নয়, ভারতের সঙ্গে জেতাটাই আসল! পাকিস্তানকে এভাবেই বিষ উগরে দেন রামিজ রাজা, ফাঁস তথ্য

India vs Pakistan in ICC t20 World Cup 2024: ট্রফি জেতা-হারায় যায় আসে না, ভারতের সঙ্গে খালি হেরো না! রামিজ রাজার বিস্ফোরক পরামর্শ পাকিস্তান দলকে

author-image
IE Bangla Sports Desk
New Update
Ramiz Raja, Pakistan Cricket Team

India vs Pakistan t20 World Cup: ভারতের সঙ্গে জয়ের মন্ত্র দেন রামিজ রাজা (টুইটার)

Ramiz Raja advice to Pakistan Cricket Team: ট্রফি জিততে পার ছাই না পার। কিন্তু, অন্তত ভারতের কাছে হেরে এস না। পাকিস্তানের ক্রিকেটারদের এমনটাই পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। কারণ, ভারত আর পাকিস্তান রাজনৈতিক ক্ষেত্রে চিরশত্রু। আর, খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী। রামিজের সেই কথা আজও ভুলতে পারেননি মহম্মদ রিজওয়ান। রামিজের সেই আহ্বান রীতিমতো কাজে দিয়েছিল। পাকিস্তান দলের ছেলেরা সবাই উঠেপড়ে লেগেছিলেন। ২০২১ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারত পরাজিত হয়েছিল।

Advertisment

সেবার ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ওই ম্যাচটা ছিল নজির। বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান রেকর্ড করেছিল। কারণ, টি-২০ অথবা একদিনের বিশ্বকাপ, সেই প্রথমবার কোনও বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে পাকিস্তান ভারতকে পরাজিত করেছিল। ফের, নতুন এক টি-২০ বিশ্বকাপ চলছে। এবারও ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ হবে। যা নিয়ে রীতিমতো উজ্জীবিত ক্রিকেটপ্রেমীরা। সেই কারণেই রামিজ রাজার বলা কথাটা, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচটা- মহম্মদ রিজওয়ানের আরও বেশি করে মনে পড়ছে।

কারণ, বিশ্বকাপে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে শুধু দাগ কেটে গিয়েছে ২০২১। রামিজ রাজা তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তিনি দলকে উজ্জ্বীবিত করতে বড় ভূমিকা নিয়েছিলেন। রামিজ পাকিস্তান দলের ক্রিকেটারদের বলেছিলেন, 'সামনেই বিশ্বকাপ। জেত ছাই না জেত, ভারতের কাছে হারা যাবে না।' সেই পাকিস্তান দলে মহম্মদ রিজওয়ানও ছিলেন। তিনি জানিয়েছেন, 'রামিজ রাজা হামেশাই বলতেন, কোনও চাপের ব্যাপার নেই। আর, এইসব বলেই তিনি আমাদের ওপর চাপ বাড়িয়ে দিতেন।'

এবারের টি-২০ বিশ্বকাপে ৯ জুন নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। সে ব্যাপারে রিজওয়ান বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ মানেই একটা উত্তেজনার ব্যাপার। মানুষ টুর্নামেন্টের অন্য ম্যাচ দেখুক ছাই না দেখুন, ভারত-পাকিস্তান ম্যাচ হলে দেখবেই দেখবে। সেই সময় (২০২১) ম্যাথু হেডেন আমাদের সঙ্গে ছিলেন। তিনি আমাকে আর ক্যাপ্টেনকে জড়িয়ে ধরেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আমাদের কেমন মনে হচ্ছে? ক্যাপ্টেন (বাবর আজম) বলেছিলেন, আমরা প্রচুর খেটেছি। এখন সবটাই ভগবানের হাতে।'

আরও পড়ুন- বিশ্বকাপে এবার ‘টাকা ওড়ানোর’ ঘোষণা আইসিসির! কোটি কোটি টাকার পুরস্কার ঘোষণা টুর্নামেন্ট শুরু হতেই

২০২১-এর ম্যাচে মেন ইন গ্রিন ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং- তিন বিভাগেই মেন ইন ব্লু-কে টেক্কা দিয়েছিল। ১০ উইকেটে ম্যাচ জিতেছিল। সেই কারণে ভারতকে ভুগতেও হয়েছে গোটা টুর্নামেন্টে। কিং কোহলির বাহিনী নকআউট পর্বে পর্যন্ত পৌঁছতে পারেনি। অন্যদিকে ২০০৯-এর চ্যাম্পিয়ন পাকিস্তান গ্রুপপর্বের সব ম্যাচ জিতে নকআউটে উঠেছিল। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ভারত আর পাকিস্তান সাতবার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ছয়বারই ভারত জিতেছে। একদিনের ক্রিকেট বিশ্বকাপে পরিসংখ্যানটা আরও ভালো। ১৯৮৩ থেকে ২০১১, বিশ্বকাপ জয়ের বছরগুলোয় তো বটেই। অন্যান্য বছর মিলিয়েও মোট আটবার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিবারই ভারত জিতেছে।

T20 World Cup Mohammad Rizwan Worldcup ICC Cricket World Cup Cricket World Cup Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment