/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Team-India-t20-World-Cup-1.jpg)
Team India-t20 World Cup: শনিবারই টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। (ছবি সৌজন্যে- টুইটার)
Yuzvendra Chahal in t20 World Cup: শনিবারই টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড দেশের সেরা ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয়ভাবে চুক্তি করেছে। তবে, সেই চুক্তির তালিকায় নেই এমন ক্রিকেটারও কিন্তু রয়েছেন এই বিশ্বজয়ীদের দলে।
সেই খেলোয়াড়ের নাম যুজবেন্দ্র চাহল। তিনি দেশের সেরা স্পিনারদের অন্যতম। এবারের টি-২০ বিশ্বকাপ দলেরও অন্যতম সদস্য। রীতিমতো খোশমেজাজের জন্য চাহল টিম ইন্ডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। হাসি-ঠাট্টায় দলের ড্রেসিংরুম মাতিয়ে রাখেন। তবে, বেশ কিছুদিন ধরেই চাহল টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না। কিন্তু, তাতে কিন্তু তাঁর রোজগারে ভাটা পড়েনি। তিনি আপাতত ৪৫ কোটি টাকার মালিক। তাঁর এই রোজগারের বেশিটাই এসেছে ক্রিকেট খেলে। টিম ইন্ডিয়ার সঙ্গে তিনি আইপিএল এবং ঘরোয়া টুর্নামেন্টেও নিয়মিত খেলে থাকেন। এর পাশাপাশি তিনি বিজ্ঞাপনে অংশ নিয়ে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেও রোজগার করেন।
চাহল আগে বহু বছর বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির অংশ ছিলেন। কিন্তু, এই বছর তিনি চুক্তি থেকে বাদ পড়েছেন। আইপিএল থেকেও তাঁর রোজগার নেহাত মন্দ নয়। ২০১১ সাল থেকে তিনি আইপিএল খেলছেন। সেই বছর মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ১১ লক্ষ টাকায় দলে নিয়েছিল। বহু বছর বিভিন্ন দলে খেলার পর এবছর তিনি রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন। এবছরের জন্য রাজস্থান চাহলকে ৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়েছে।
WITH GREAT TEAM WORK, BIG DREAMS WORK. #TeamIndia proved to Jay Shah Right that CUP will be ours ..
What a thrilling match! .Well played India against South Africa 🇮🇳 😊. Congratulations to our T20 WORLD CHAMPIONS!!
Thank you #ViratKohli and #RohitSharma for the golden… pic.twitter.com/WWlTHoAC6a— Rahul Jha (@JhaRahul_Bihar) June 30, 2024
তাঁর রোজগারের মতই চাহলের বাড়ি রীতিমতো সাজানো গোছানো। যার মূল্য কয়েক কোটি টাকা। এছাড়াও তিনি গুড়গাঁওয়ে আলাদা সুন্দর ঘর কিনেছেন। এছাড়াও দেশজুড়ে বিভিন্ন জায়গায় তাঁর নানা সম্পত্তি আছে। ২০১৯ সালে চাহল 'হাই টাইমস সলিউশন' সংস্থার সঙ্গে মিলে 'চেকমেট' নামে একটা লাইফস্টাইল ব্র্যান্ড খুলেছেন। এছাড়াও ফিটনেস ব্র্যান্ড 'গ্রিপ' এবং ক্লোটিং লাইন 'YUZO'-তেও অর্থ বিনিয়োগ করেছেন। একইসঙ্গে যুজবেন্দ্র চাহল Playing11, Acuvue Nike, Clove Dental এবং FanCraze-এর মত সংস্থার হয়ে বিজ্ঞাপন দেন।
আরও পড়ুন- ছুটে এলেন জয় শাহ, কোলে তুলে নিলেন ‘গুজরাটি’ হার্দিককে! বিশ্বজয়ের মঞ্চেই প্রায় ‘পাগল’ বোর্ড সচিব
চাহল কোটি টাকার গাড়ির মালিক। তাঁর দামি গাড়ির শখ রয়েছে। তাঁর কাছে বিশ্বের বিভিন্ন বিলাসবহুল গাড়ি আছে। এছাড়াও তাঁর কাছে ৫৫ থেকে ৫৬ লক্ষ টাকার মার্সিডিজ বেঞ্জ ক্লাস, ৬.২২ কোটি টাকার লেম্বোর্গিনি এবং ৬.২৫ কোটি টাকার রোলস রয়েস এবং পোর্সে গাড়িও আছে।