Advertisment

Gulbadin Naib faking injury: বাংলাদেশকে হারাতে 'জোচ্চুরি'র পন্থা আফগানিস্তানের! বিতর্কের ঝড়ে উত্তাল সেমির লড়াই, দেখুন ভিডিও

Afghanistan vs Bangladesh, t20 World Cup super 8: সময় নষ্ট করতে একী পন্থা নিল আফগানিস্তানের গুলবাদিন, বিতর্কের ঝড় উত্তাল করল শেষ আটের শেষ ম্যাচ

author-image
IE Bangla Sports Desk
New Update
Afghanistan vs Bangladesh, Gulbadin Naib acting, আফগানিস্তান বনাম বাংলাদেশ, গুলবাদিন নায়েবের অভিনয়,

Afghanistan vs Bangladesh-Gulbadin Naib acting: কোচের ইশারার পরেই মাঠে শুয়ে পড়েন গুলবাদিন। (ছবি- টুইটার)

Gulbadin Naib acting: এমি নাকি অস্কার, কোনটা দেওয়া যায়? আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে অভিনয় করে সময় নষ্ট করার জন্য গুলবাদিন নায়েবকে কোন পুরস্কার দেওয়া যায়, এখন সেটাই বড় প্রশ্ন। তাঁর চোট পাওয়ার এই অভিনয় এই ম্যাচে রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছে। যদিও বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে জয়ী হয়ে আফগানিস্তান ইতিহাস গড়েছে। ম্যাচে জয়ের সুবাদে এই প্রথমবার আফগানিস্তান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল। আর, এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। কারণ, সুপার ৮-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়েছে।

Advertisment

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহুর্তে স্লিপে ফিল্ডিং করছিলেন গুলবাদিন। আচমকা তিনি যন্ত্রণায় কাতরানোর মত করে মাটিতে শুয়ে পড়েন। গুলবাদিন দাবি করেন যে তাঁর হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে। গুলবাদিনের আচরণের নিন্দা করেন ধারাভাষ্যকার সাইমন ডুলও। কারণ, তার আগেই ক্যামেরায় ধরা পড়ে যায় যে, আফগানিস্তান কোচ জোনাথন ট্রট ম্যাচের গতি কমাতে খেলোয়াড়দের ইঙ্গিত করছেন। তারপরই 'যন্ত্রণায়' মাঠে শুয়ে পড়েন গুলবাদিন। ২৫ জুন, সেন্ট ভিনসেন্টে এই খেলায় বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে। তার জেরে ম্যাচে বিরতি ঘটে। সেই বিরতির ঠিক আগে এই ঘটনা ঘটে। বাংলাদেশ তখন ৭ উইকেটে ৮১। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস স্কোরের ওপর নিয়ন্ত্রণ করছিল ম্যাচের । সেই স্কোরের ভিত্তিতে বাংলাদেশ তখন আফগানিস্তানের থেকে ২ রানে পিছিয়ে।

আরও পড়ুন: বাঘ-ক্যাঙারু একসঙ্গে শিকার এশিয়ান সিংহের! রশিদের রুদ্ধশ্বাস রোমাঞ্চে বিশ্বকাপের সেমিতে আফগানিস্তান

গুলবাদিন যখন মাটিতে শুয়ে কাতরাচ্ছেন, তখন রশিদ খানকে বারবার জিজ্ঞাসা করতে দেখা যায় যে, গুলবাদিনের কী হয়েছে? গোটা বিষয়টি ধারাভাষ্যকার সাইমন ডুলের নজর এড়ায়নি। তিনি গুলবাদিনের আচরণের তীব্র নিন্দা করেন। ডুল পরিষ্কার বলেন, 'কোচ বার্তা পাঠিয়েছে, ম্যাচ ধীরে করে দেওয়ার জন্য। আর, উনি অকারণে স্লিপে ডাইভ দিলেন। এটা ঠিক না। যাইহোক ম্যাচ বন্ধ হয়ে গেছে। এখন বৃষ্টির জন্য হয়তো ম্যাচের বাকি অংশটা না-ও হতে পারে।'

আরও পড়ুন- এই ছোট্ট বুদ্ধি লাগিয়েই অস্ট্রেলিয়াকে মাটিতে শোয়ালেন রোহিত! ম্যাচের পরেই ফাঁস ক্যাপ্টেন হিটম্যানের

গুলবাদিনের এমন নাটুকে আচরণের বিরুদ্ধে সরব হয় বাংলাদেশও। মহম্মদ নবির সঙ্গে এনিয়ে কথা বলেন লিটন দাস। ধারাভাষ্য বক্সে বিষয়টি নিয়ে হাসিতে ফেটে পড়েন পমি এমবেংওয়া। তিনি হাসতে হাসতে বলে ওঠেন, 'কোন পুরস্কার দেওয়া যায়, অস্কার, এমি?' ডুল কিছুটা হলেও রাগের সুরেই বলেন, 'ম্যাচ ফি কাটা গেল।' খেলা ফের শুরু হলেও, গুলবাদিন একটু পরে মাঠে ঢোকেন। যেন, অনেক কষ্টে চোট সামান্য সারিয়ে ফিরলেন। এমনকী, ম্যাচের ১৫তম ওভারে তাঁকে বল করতেও দেখা যায়! তানজিম সাকিবের উইকেটও নেন ম্যাচের মোক্ষম সময়ে।

Cricket World Cup ICC Cricket World Cup Afganistan T20 World Cup Bangladesh Cricket Team
Advertisment