Rohit Paudel vs Tanzim Hasan Sakib: নেপাল ইনিংসের তৃতীয় ওভারে অধিনায়ক রোহিত পাউডেলের দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে গিয়েছিলেন সাকিব। দুজনের কথা কাটাকাটি হয়। আগ্রাসী হওয়ার শাস্তি পেতে হচ্ছে তাঁকে। ম্যাচে অবশ্য দুর্ধর্ষ ছিলেন তিনি।
Bangladesh pacer Tanzim Sakib reprimanded by ICC: মাঠে চূড়ান্ত অসভ্যতার নিদর্শন রেখেছিলেন বাংলাদেশের পেসার তানজিম সাকিব। সেই কারণে এবার আইসিসির তরফে শাস্তির খাড়া এল তাঁর ওপর। শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হল সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে।
৪ ওভারের স্পেলে ৭ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন টাইগার পেসার। তাঁর পেস এবং সুইংয়ের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি নেপালি ব্যাটিং লাইনআপ। তানজিমের বীরত্বে ভর করে বাংলাদেশ নেপালকে ২৫ রানে হারিয়ে সুপার-৮ নিশ্চিত করে।
তবে আইসিসির শৃঙ্খলাভঙ্গ ঘটিত২.১২ ধারার নিয়ম কানুন লঙ্ঘন করলেন তিনি। যে নিয়মে স্পষ্ট বলা রয়েছে, কোনও প্লেয়ার, ম্যাচ আধিকারিক, আম্পায়ার, ম্যাচ রেফারিকে কোনওভাবেই শারীরিকভাবে হেনস্থা করা যাবে না।
তানজিমের বিরুদ্ধে ম্যাচ শেষেই অভিযোগ জানান পাকিস্তানি অনফিল্ড আম্পায়ার আহসান রাজা এবং স্যাম নোগাস্কি। সেই সঙ্গে তৃতীয় আম্পায়ার জয়ারামন মণ্ডগোপাল, চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কার) একই অভিযোগ আনেন।
এরপরে আইসিসির এলিট প্যানেলভুক্ত ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের দোষ স্বীকার করেন তানজিম।
বৃহস্পতিবার বাংলাদেশ সুপার-৮ পর্বে প্ৰথম ম্যাচেই আন্টিগায় নামছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।