Rohit Paudel vs Tanzim Hasan Sakib: কেরিয়ারের সেরা বোলিং করে গেলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। ৪ ওভারে ৪ উইকেট তুললেন মাত্র ৭ রানের বিনিময়ে। তানজিমের দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করেই বাংলাদেশ সোমবার সুপার-৮ খেলা নিশ্চিত করল। টি২০'তে ইতিহাস গড়ে সর্বনিম্ন রান ডিফেন্ড করার কীর্তি অর্জন করল বাংলাদেশ।
তবে এই সুখের সময়েই বিতর্ক দানা বেঁধেছে। মাঠের মধ্যে বোলিংয়ের সময় নেপালি অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান টাইগার পেসার। রোহিত নিজেও তানজিমের বিধ্বংসী স্পেলের শিকার হন।
বিশ্বকাপ অভিযান সমাপ্ত হওয়ার পর নেপাল অধিনায়ক বলে দিলেন গোটা ঘটনা। তবে কটূক্তি বা সমালোচনা নয়, তানজিমের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। বলে দিয়েছেন, নতুন বলে তানজিম-ই ফারাক গড়ে দিলেন। তাঁর সঙ্গে বাংলাদেশি সিমারের কোনও সমস্যা নেই, এমনটাও জানিয়েছেন রোহিত। কী ঘটেছিল? পাউডেল বক্তব্য, বারবার তানজিম বল করার পর তাঁকে তাতাতে চেষ্টা করছিলেন। তিনি ওঁকে স্রেফ বোলিং মার্কে ফেরত যেতে বলেছিলেন।
"তানজিম সত্যি দারুণ বোলিং করল। ও-ই নতুন বলে আমাদের ধসিয়ে দিল। উইকেট দারুণ চ্যালেঞ্জিং ছিল। সেই পিচেই ও দুর্দান্ত বোলিং করে গেল। একদম ঠিক জায়গায় বোলিং করে গেল ও। বারবার আমাদের চ্যালেঞ্জ করে গেল ও। আমাদের মধ্যে আসলে কোনও সমস্যাই হয়নি। ও আমাকে বল করে হিট করার জন্য প্ররোচিত করছিল। আমি ওঁকে বোলিং মার্কে ফেরত যাওয়ার কথা বলি পাল্টা।"
আরও পড়ুন: নিয়ম ভেঙে DRS-এ ‘চুরি’, সুপার ৮’এ ওঠার পথে বিস্ফোরক বিতর্কে বাংলাদেশ, রইল ভিডিও
দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাত্র ১ রানের ব্যবধানে হার হজম করতে হয়েছিল। তীরে এসেও তরি ডুবে গিয়েছিল। বাংলাদেশ ম্যাচেও দুর্ধর্ষ পারফরম্যান্স করলেন নেপালি বোলাররা। সন্দীপ লামিছানে, ডিপেন্দ্র আরেরা। বাংলাদেশকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দিয়েছিলেন নেপাল বোলাররা। তবে শেষরক্ষা হল ন।
ক্যাপ্টেন রোহিত বলে দিয়েছেন, "গোটা টুর্নামেন্ট জুড়েই আমরা দারুণ বোলিং করেছি। তবে ব্যাট হাতে আমরা পারফর্ম করতে পারিনি। বাংলাদেশ দারুণ বোলিং করেছে। ব্যাটিং ইউনিট হিসাবে আমরা শোচনীয় পারফরম্যান্স উপহার দিয়েছি। টপ অর্ডার ব্যাটার হিসাবে আরও দায়িত্ব নিয়ে ১০৭ তোলা উচিত ছিল আমাদের। এটা স্বীকার করতে আমার কোনও লজ্জা নেই। ব্যাটিং বিভাগে আমরা দলগতভাবে ব্যর্থ হয়েছি।