ভারতের হারের পর মুখ খুলেছিলেন শোয়েব। একের পর এক আক্রমণে ভাসিয়ে দিয়েছিলেন টিম ইন্ডিয়াট সুপারস্টারদের। হারের জন্য সরাসরি মহম্মদ শামিকে দায়ী করে একসময়ের দুনিয়া কাঁপানো স্পিডস্টার বিষ্ফোরকভাবে বলে দেন, ভারতীয় স্কোয়াডে থাকার মত যোগ্যতাই নেই শামির।
সেই আক্রমণের পাল্টা এবার ফিরিয়ে দিলেন মহম্মদ শামি। টি২০ ওয়ার্ল্ড কাপে দ্বিতীয়বার ফাইনালে উঠেও কাপ জিততে ব্যর্থ হওয়ার পরে শামি পাল্টা দেন শোয়েবকে। পাকিস্তান তীব্র লড়াই দিয়েও শেষমেশ হেরে যাওয়ার পর শোয়েব আখতার ব্রোকেন হার্টের ইমোজি দেন। সেই টুইটের রিপ্লাই দিয়ে শামি লিখে দেন, "সরি ভাই। একেই কর্মা বলে।"
আরও পড়ুন: পাক সমর্থকদের হাতে তীব্র আক্রান্ত পাঠান! কুরুচির পরিচয় দিয়ে শোয়েবের নিশানাতেও ভারতীয় তারকা
ভারতকে ঠুকে এর আগে শোয়েব আখতার জানান, সেমিতে ওঠা কোনও বড় ব্যাপারই নয়। নিজের ইউটিউব চ্যানেলে বিস্ফোরকভাবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলে দেন, "এমসিজিতে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলার যোগ্যই নয় ভারত। মেলবোর্নে খেলার মত যোগ্যতাই নেই ভারতের। কারণ ওঁদের খেলা আজ সকলের সামনে ফাঁস হয়ে গিয়েছে। সেমিতে ওঠা কোনও বড় ব্যাপার নয়। ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে সবথেকে খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। আইসিসি ইভেন্টে ক্যাপ্টেন খুঁজতে হয়, ম্যানেজমেন্টকে এর জন্য দায় নিতে হবে।"
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক প্রতিশোধ ইংল্যান্ডের! স্টোকসের ব্যাটে তছনছ বাবরদের চ্যাম্পিয়ন-স্বপ্ন
এরপরেই শামিকে নিশানা করে শোয়েব বলে দেন, "হঠাৎ করেই শামিকে বিশ্বকাপের স্কোয়াডে নিয়ে নেওয়া হল। ও নিঃসন্দেহে ভালো বোলার। তবে ভারতীয় স্কোয়াডে থাকার যোগ্য নয় ও। ভারতের প্ৰথম একাদশও স্পষ্ট নয়। স্পিন বোলিংয়েও ভারতীয় বোলারদের গভীরতা নেই। চাহালকে নিলে হয়ত ভালো খেলত। আদিল রশিদ যদি খেলতে পারে, চাহাল কেন নয়?"
মহম্মদ শামি প্রাথমিকভাবে ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় না থাকলেও জসপ্রীত বুমরা চোট পেয়ে ছিটকে যাওয়ার পর অভিজ্ঞতার নিরিখে শামিকে স্কোয়াডে নেওয়া হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ডেথ ওভারে দুর্ধর্ষ বোলিং করে টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দেন।
আরও পড়ুন: কোহলি-রোহিতদের কুৎসিত অপমান পাক প্রধানমন্ত্রীর! পাল্টা তোপ দেগে বিস্ফোরণ পাঠানের
নকআউট পর্ব বাদ দিয়ে শামি ভারতের জার্সিতে গোটা টুর্নামেন্টেই ভালো বোলিং করেছেন। সবমিলিয়ে বিশ্বকাপে ছয় ম্যাচে তাঁর নামের পাশে ৬ উইকেট।
এমন অবস্থায় শোয়েব আখতারের সমালোচনা করে বসেছিলেন বর্ষীয়ান তারকাকে। উপযুক্ত সময়ে মুখের মতই জবাব দিলেন ভারতীয় স্পিডস্টার।