এই প্ৰথমবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এই প্ৰথমবার বিশ্বকাপ ফাইনাল পেতে চলেছে অপরাজেয় চ্যাম্পিয়ন। তবে পুরোটাই আপাতত নির্ভর করছে আবহাওয়া-দেবতার ওপর।
বহু প্রতীক্ষিত এই ক্রিকেট দ্বৈরথ ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে। বার্বাডোজের আবহাওয়া দফতরের সূত্রে বলা হয়েছে, উপক্রান্তীয় ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে সপ্তাহের শেষদিকে। ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালের সময়েই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানবে ঘূর্ণিঝড়। ২৯ জুন পুরো দিন বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এমনকি আইসিসির তরফে যে রিজার্ভ ডে রাখা হয়েছে রবিবার, সেদিনেও তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার যদি বৃষ্টি বিঘ্ন ঘটায় খেলায়, তাহলে কত ওভার হারাতে হবে, অতিরিক্ত কত সময় বরাদ্দ, কত ওভার খেলার পর চ্যাম্পিয়ন ঘোষণা করা সম্ভব- জেনে নেওয়া যাক আইসিসির নিয়ম:
নূন্যতম কত ওভার?
আইসিসির তরফে ফাইনালের প্লেয়িং কন্ডিশন নিয়ে বলা হয়েছে, "নির্ধারিত দিনে যে কোনও উপায়ে প্রয়োজনীয় ওভার হ্রাস করে ম্যাচটি সম্পূর্ণ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হবে। নির্ধারিত দিনে যদি পর্যাপ্ত ওভার পাওয়া না যায় তাহলে ম্যাচটি রিজার্ভ ডে-তে শেষ হবে।"
ম্যাচে ফলাফলের জন্য নূন্যতম দুই দলকে ১০ ওভার করে ব্যাটিং করতেই হবে।
অতিরিক্ত সময়
শনিবার ম্যাচের ফলাফল অর্জনের জন্য অতিরিক্ত ১৯০ সময় বরাদ্দ করা হয়েছে। সেমিতে ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে না থাকায় ২৫০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছিল।
রিজার্ভ ডে কন্ডিশন
কোনও কারণে শনিবার বল না গড়ালে রিজার্ভ ডে রবিবারে একই সময়ে পুনরায় শুরু হবে ফাইনাল। শনিবার কয়েক ওভার খেলার পর ম্যাচ ভেস্তে গেলে ম্যাচের ওই অংশ থেকেই রবিবার চালু হবে খেলা। ২০ ওভারের খেলা সম্পন্ন করতে হবে দুই দিন মিলিয়ে। কোনও কারণে রবিবার, রিজার্ভ ডেতেও আবহাওয়া গন্ডগোল করলে ওভার কমিয়ে ম্যাচের ফয়সালা হবে।
রিজার্ভ ডেও ভেসে গেলে কী হবে?
উভয় দিনে ফলাফল না পাওয়া গেলে উভয় দলই ট্রফি ভাগ করে নেবে। যেমনটি 2002 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়েছিল যখন ভারত শ্রীলঙ্কার সাথে শিরোপা ভাগ করে নেয়।