Advertisment

T20 World Cup Prize Money: বিশ্বকাপে এবার 'টাকা ওড়ানোর' ঘোষণা আইসিসির! কোটি কোটি টাকার পুরস্কার ঘোষণা টুর্নামেন্ট শুরু হতেই

ICC t20 World Cup 2024: অতীতের সব রেকর্ড চুরমার করল আইসিসি নিজেই, কোটি কোটি টাকার পুরস্কার মূল্য ঘোষণা

author-image
IE Bangla Sports Desk
New Update
ICC, T20 World Cup

T20 World Cup Prize Money: আইসিসি এবার চ্যাম্পিয়ন দলকে রেকর্ড পরিমাণ অর্থ দেবে (টুইটার)

ICC t20 World Cup Prize Money: চলতি টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখে বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করল আইসিসি। যা সর্বকালের সবচেয়ে বেশি অঙ্কের পুরস্কার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতে বিশ্বকাপ আয়োজন করে ভালোই রোজগার হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। টি-২০ বিশ্বকাপ আয়োজন সেই রোজগারের পরিমাণ বাড়িয়েছে। সেই কারণেই এবার আইসিসি জানাল, এবারের টি-২০ বিশ্বকাপে পুরস্কারের মোট পরিমাণ থাকবে ১১.২৫ মিলিয়ন (১১২ কোটি ৫০ লক্ষ) মার্কিন ডলার।

Advertisment

তার মধ্যে এবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কমপক্ষে ২.৪৫ মিলিয়ন (২৪ কোটি ৫০ লক্ষ) মার্কিন ডলার পাবে। যা ক্রিকেটে পুরস্কারমূল্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। রানার্স আপও পিছিয়ে থাকবে না। পাবে ১.২৮ মিলিয়ন (১২ কোটি ৮০ লক্ষ) মার্কিন ডলার। সেমিফাইনালিস্ট, অর্থাৎ যে দলগুলো তৃতীয় এবং চতুর্থ স্থান পাবে, তারা প্রত্যেকে পাবে ৭৮৭,৫০০ মার্কিন ডলার।

সুপার ৮-এ ওঠা দলগুলো পাবে ৩৮২,৫০০ মার্কিন ডলার। নবম থেকে দ্বাদশ স্থানে থাকা দলগুলোর প্রতিটি পাবে ২৪৭,৫০০ মার্কিন ডলার। ১৩ থেকে ২০তম স্থানে থাকা দলগুলোর প্রত্যেকটি পাবে ২২৫,০০০ মার্কিন ডলার। এছাড়া, প্রতিটি দল সেমিফাইনাল এবং ফাইনাল বাদে টুর্নামেন্ট চলাকালীন জিতে যাওয়া প্রত্যেক ম্যাচের জন্য অতিরিক্ত ৩১,১৫৪ মার্কিন ডলার করে পাবে। ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২৮ দিন ধরে চলবে। মোট ৫৫টি ম্যাচ হবে। এবারের টুর্নামেন্ট সর্বকালের বৃহত্তম আইসিসি টি-২০ বিশ্বকাপ। যা ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নয়টি জায়গাজুড়ে হবে। আর তাতে, এই টুর্নামেন্টের আন্তর্জাতিক আবেদন এবং তাত্পর্য বিশেষ সাড়া জাগাবে। এমনটাই ধারণা আইসিসি কর্তাদের।

এই বছরের টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, প্রথম রাউন্ডে খেলা হবে ৪০টি ম্যাচ। সেখান থেকে সেরা আট দল সুপার ৮-এ যাবে। সুপার ৮-এর সেরা চার দল যাবে সেমিফাইনালে। যা ত্রিনিদাদ এবং টোবাগো আর গায়ানায় আয়োজিত হবে। গ্র্যান্ড ফিনালে বা ফাইনাল ম্যাচ হবে বার্বাডোসে। সেখানেই ঠিক হবে, কারা হলেন ২০২৪ সালের পুরুষ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

আরও পড়ুন- মোটা সতীর্থকে খুল্লামখুল্লা শারীরিক অপমান! ক্যাপ্টেন বাবর আজমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে তোলপাড় পাকিস্তান

এই ব্যাপারে আইসিসির প্রধান কার্যনির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন, 'এবারের টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট নানা কারণে ঐতিহাসিক। পুরস্কারের অর্থের পরিমাণই সেটা বলে দিচ্ছে। বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেটভক্ত এবারের টুর্নামেন্ট দেখবেন। খেলোয়াড়রা তাঁদের মনোরঞ্জন করবেন। আমরা এই বিশ্বকাপকে বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।' আইসিসি কর্তাদের আশা, তাঁদের ঘোষিত এই বিপুল পুরষ্কারমূল্য ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে। পাশাপাশি, দর্শকদেরও টি-২০ ক্রিকেট বিশ্বকাপ দেখার ব্যাপারে উৎসাহিত করে তুলবে।

ICC Ranking ICC Worldcup Cricket World Cup ICC Cricket World Cup Cricket News T20 T20 World Cup
Advertisment