/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Rohit-Sharma-Australia.jpg)
Rohit Sharma-Australia: সোমবারের ম্যাচে একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের মধুর প্রতিশোধ নিল ভারত। (ছবি- টুইটার)
Rohit Sharma, India vs Australia: সুপার ৮-এর ম্যাচে সোমবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছে ভারত। যার সুবাদে ইতিমধ্যেই রোহিত-বাহিনী পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। গত একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পর্যুদস্ত হয়ে ট্রফি হারিয়েছিল ভারত। সেই পরাজয় থেকে শিক্ষা নিয়ে সোমবার গোড়া থেকেই প্রস্তুত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। নিয়েছিলেন আলাদা কৌশল।
ম্যাচে রোহিত অফ সাইডে কিছু দৃষ্টিনন্দন স্ট্রোক খেলেছেন। মাত্র ৪১ বলে ৯২ রান করে তিনি 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হন। অবশ্য, ম্যাচে ভারতের অপর কিংবদন্তি খেলোয়াড় বিরাট কোহলি দাগ কাটতে পারেননি। তিনি ওপেন করতে নেমে শূন্য রানে ফিরে যান। রোহিতের সাতটি বাউন্ডারি এবং আটটি ছক্কার সৌজন্যে ভারত ম্যাচে পাঁচ উইকেটে তোলে ২০৫ রান। জবাবে ৭ উইকেটে ১৮১ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। যার জেরে মিচেল মার্শের বাহিনী ২৪ রানে পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হয়।
এই সাফল্য কীভাবে সম্ভব হল, সেই রহস্য ফাঁস করেছেন রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, এক বিশেষ কৌশল এই ম্যাচের জন্য নিয়েছিলেন। সেই কৌশল হল অফ সাইডে আরও বেশি করে স্ট্রোক খেলা। রোহিতের কথায়, 'আমি দেখলাম, প্রবল বাতাস বইছে। অস্ট্রেলিয়াও নিজেদের পরিকল্পনা করে রেখেছিল। ওরা প্রথম ওভার থেকে বাতাসের বিরুদ্ধে বোলিং করছিল। আমিও তাই ঠিক করে নিই, অফ সাইডে বেশি করে শট নিতে হবে।'
একইসঙ্গে রোহিত বলেন, 'আমি বুঝে নিই যে, হাওয়াকে ব্যবহার করতে হবে। বোলাররা বুদ্ধিমানের মত চাইবে সব দিকে খেলাতে। সেই সুযোগটাও হাওয়াকে ব্যবহার করেই নিতে হবে। এই পরিস্থিতিতে ২০০ যথেষ্ট ভালো স্কোর। আমরা আবহাওয়াকে যথেষ্ট ভালোভাবে কাজে লাগিয়েছি। একটা লড়াই করার মত রান করার পাশাপাশি চটজলদি উইকেটও পেয়েছি।'
রোহিত জানান, তিনি আগে থেকেই ভেবে নিয়েছিলেন যে কুলদীপ যাদব এই ম্যাচে বিশেষ সাফল্য পাবে। কারণ, কুলদীপ কবজির মোচড়ে বল ঘোরাতে পছন্দ করেন। আর, সেই কারণে ওয়েস্ট ইন্ডিজে তিনিই হয়ে উঠবেন ভারতের অন্যতম সেরা অস্ত্র। সোমবারের ম্যাচে কুলদীপ ২৪ রানে ২ উইকেট পেয়েছেন।
Selfless Rohit Sharma for you all.❤️
pic.twitter.com/P3eQi1IyWI— 𝐇𝐲𝐝𝐫𝐨𝐠𝐞𝐧 𝕏 (@ImHydro45) June 24, 2024
রোহিত বলেন, 'কুলদীপকে আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে চেয়েছিলাম। নিউইয়র্কের পিচ ছিল সিমারদের উপযোগী। ওয়েস্ট ইন্ডিজেরটা আবার আলাদা। আমরা জানতাম, কুলদীপ এখানে সাফল্য পাবে।' অল্পের জন্য ম্যাচে তাঁর শতক হাতছাড়া হয়েছে। সেনিয়ে অবশ্য মাথাই ঘামাচ্ছেন না টিমম্যান রোহিত। তিনি বলেন, 'অর্ধশতক বা শতক করাটা বড় ব্যাপার না। আমার লক্ষ্য ছিল ম্যাচের টেম্পারমেন্ট অনুযায়ী রান করা। যেটা প্রয়োজন সেটা করেছি।'