Advertisment

Jay Shah tweet for Rohit Sharma: অস্ট্রেলিয়া ধ্বংস হতেই এল জয় শাহের বার্তা, রোহিতকে সালাম করে ঝড় তুলে দিলেন BCCI সচিব

Jay Shah's tweet for Rohit Sharma sets internet on fire: রোহিতের ইনিংস দেখে সালাম এবার জয় শাহের! ট্রফি আনার টুইটে ঝড় তুললেন BCCI সচিব

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Jay Shah, রোহিত শর্মা, জয় শাহ,

Rohit Sharma-Jay Shah: সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন বিসিসিআই সচিব। (ছবি- টুইটার)

Jay Shah Praises Rohit Sharma: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার ৮-এর শেষ ম্যাচে দুর্দান্ত খেলে জয় ছিনিয়ে আনার পরই বোর্ড সচিব জয় শাহ বার্তা পাঠালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এই বার্তা দেন জয় শাহ। ২৪ জুনের এই ম্যাচে দাপট বজায় রেখে ৪১ বলে ৯২ রান করেন রোহিত। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ভারত অধিনায়কের এই ইনিংসে ছিল সাতটি চার এবং আটটি ছয়। ম্যাচে ২৪ হারে অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম ইন্ডিয়া।

Advertisment

আর, তারপরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা পাঠান বিসিসিআই সচিব। তিনি পোস্টে অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত পারফরম্যান্সের অকুণ্ঠ তারিফ করেন। আর, সত্যিই সোমবার রোহিতের ব্যাটিং ছিল তারিফেরই যোগ্য। মিচেল মার্শ বাহিনীর কোনও বোলারই রোহিতের ধুন্ধুমার ব্যাটিংয়ের সামনে টিকতে পারেননি। ইনিংসে সাতটা চার এবং আটটা ছয়-সহ রোহিতের এই ৯২ রান টিম ইন্ডিয়াকে ৫ উইকেটে পৌঁছে দেয় ২০৫ রানে।

২০৬ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ব্যাটিং করতে নেমে অজিবাহিনী ১৮১ রানে থেমে যায়। যার সুবাদে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে অপরাজিত থেকে এবারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সুপার ৮-এর এই ম্যাচের 'ম্যান অফ দ্য ম্যাচ' হয়েছেন রোহিত শর্মা। এসব দেখার পরই জয় শাহ টুইট করেন, 'এটা ছিল হিটম্যান শো! ব্যাট হাতে তুমি সত্যিই তারিফযোগ্য @ImRo45 (রোহিত)! সেমিফাইনালে ওঠার পাশাপাশি আমরা এখনও অপরাজিত! বয়েস! চল এবার ট্রফি নিয়ে আসি!'

সুপার ৮-এর এ গ্রুপ থেকে ভারতের পরই সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। এই প্রথম তারা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল। আফগানিস্তান দলের এই পারফরম্যান্স ইতিহাস তৈরি করল। এ গ্রুপের ম্যাচে ভারত আর আফগানিস্তানের কাছে হেরে এবারের টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকেই গেল অস্ট্রেলিয়া। সোমবারের ম্যাচ আরও কয়েকটি কারণে নজির সৃষ্টি করেছে। যার অন্যতম হল, এই ম্যাচে আটটা ছয় মারায় টি-২০ তে রোহিত শর্মার ছয়ের সংখ্যা ২০০ পেরিয়ে গেল। যে নজির বিশ্বের আর কোনও খেলোয়াড়ের নেই। বছর ৩৭-এর ডানহাতি ব্যাটার ১৫৭টা টি-২০ ম্যাচের ১৪৯টিতে মোট ২০৩টা ছয় মেরেছেন।

আরও পড়ুন- বাংলাদেশকে হারাতে ‘জোচ্চুরি’র পন্থা আফগানিস্তানের! বিতর্কের ঝড়ে উত্তাল সেমির লড়াই, দেখুন ভিডিও

এর পাশাপাশি, সোমবারের ম্যাচে আরও একটা নজির তৈরি করেছেন রোহিত। তিনি টি-২০ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন। এর আগে পর্যন্ত টি-২০ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল বাবর আজমের। পাকিস্তানের অধিনায়ক টি-২০ ম্যাচে করেছেন ৪,১৪৫ রান। সোমবার সেই রানকে টপকে রোহিত করলেন ৪,১৬৫ রান। সোমবারে ভারতের জয়ের সুবাদে আরও একটা রেকর্ড তৈরি হল। মেন ইন ব্লু, টি-২০ বিশ্বকাপের ৫০টি ম্যাচ খেলে ৩৪টিতে জয়ী হল। যে রেকর্ড আর কারও নেই। এতদিন শ্রীলঙ্কা, টি-২০ বিশ্বকাপে ৩৩টি ম্যাচ জিতে রেকর্ড দখলে রেখেছিল। এবার, সেই রেকর্ডই ভাঙল ভারত।

BCCI Rohit Sharma twitter Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team T20 World Cup Australia Cricket Team Jay Shah
Advertisment