Rohit Sharma, Rishabh Pant, India vs Australia: চলতি টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ গা-ছাড়া মনোভাবের জন্য মাঠেই উইকেটরক্ষক ঋষভ পন্থকে ভর্ৎসনা করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। একটি ক্যাচ মিস করেন ঋষভ। তখনই রোহিত শর্মাকে চিৎকার করে ঋষভ পন্থকে ভর্ৎসনা করতে দেখা যায়। সোমবার, সুপার ৮-এর ম্যাচে এই ঘটনাও দর্শকদের নজর টানল।
সুপার ৮-এর এই শেষ ম্যাচে, অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে ভারত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল। ম্যাচে, অধিনায়ক রোহিত শর্মা মনে রাখার মত একটা ইনিংস খেলেছেন। রোহিত ৪১ বলে ৯২ রান করেন। তাঁর আক্রমণে অস্ট্রেলিয়ান বোলাররা রীতিমতো ছত্রখান হয়ে যান। রোহিতের এই রানের সুবাদে ভারত পাঁচ উইকেটে তোলে ২০৫ রান।
জবাবে অস্ট্রেলিয়া সাত উইকেটে ১৮১ রানেই শেষ হয়ে যায়। তবে, চেষ্টা অবশ্য অস্ট্রেলিয়ানরাও করেছিলেন। অধিনায়ক মিচেল মার্শ ২৮ বলে ৩৭ রান করেন। ভারতে আইপিএল খেলে যাওয়া ট্র্যাভিস হেড ৪৩ বলে করেন ৭৬ রান। গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালে ট্রাভিস হেডই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন হওয়ায় সহায়তা করেছিলেন।
ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব ২৪ রানে ২ উইকেট নিয়েছেন। জসপ্রিত বুমরাহ ২৯ রানে নিয়েছেন ১ উইকেট। আরশদীপ সিং ৩৭ রানে নিয়েছেন ৩ উইকেট। এই ম্যাচ জয়ের ফলে, আপাতত সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত থেকে সুপার ৮-এর এ গ্রুপে শীর্ষস্থানেই থাকল ভারত। যার জেরে বৃহস্পতিবার ভারত সেমিফাইনালে গায়ানায় ইংল্যান্ডের মুখোমুখি হবে।
অস্ট্রেলিয়া বরাবরই কড়া প্রতিদ্বন্দ্বী। সেই কারণে, সোমবারের ম্যাচ নিয়ে বিশেষ সতর্ক ছিল ভারতীয় দল। সেখানে পন্থের ক্যাচ ফেলা স্বভাবতই মেনে নিতে পারেননি অধিনায়ক রোহিত। এই সময় ব্যাট করছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। বোলার ছিলেন জসপ্রিত বুমরাহ। ক্ষুব্ধ রোহিতকে দেখা যায়, ক্যাচ মিসের জেরে চিৎকার করে পন্থকে বকাবকি করতে।
আরও পড়ুন- IPL কন্ট্র্যাক্টের জন্যই ভারতের কাছে ইচ্ছাকৃত হার আফগানিস্তানের! বিস্ফোরক দাবি এবার পাক সাংবাদিকের
রোহিতের এই চিৎকার করার যথেষ্ট কারণও ছিল। হেড ও মার্শের ৮৬ রানের জুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল। জুটি গড়ে মার্শ ছোট রান নিচ্ছিলেন। আর, হেড বাউন্ডারি হাঁকাচ্ছিলেন। যা, ১৯ নভেম্বর আহমেদাবাদে হওয়া একদিনের বিশ্বকাপের স্মৃতিকে অনেকের মনেই জাগিয়ে তুলেছিল। সেদিন হেডের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে চুরমার হয়ে গিয়েছিল হার্দিক পান্ডিয়ার বোলিং আর ভারতের যাবতীয় প্রতিরোধ। তবে, সোমবার মার্শ এবং হেডের ভয়ংকর হয়ে ওঠার মুখে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কুলদীপ যাদব।