Advertisment

Irfan Pathan slams ICC: ভারতে এরকম পিচ হলে নিষিদ্ধ হয়ে যেত খেলা! আইসিসিকে সপাটে আক্রমণ এবার একের পর এক তারকার

India vs Ireland t20 world cup: ম্যাচে জশুয়া লিটলের শর্ট বল রোহিত শর্মার কাঁধে আছড়ে পড়েছিল বুধবার ম্যাচ চলার সময়। এর পরে রোহিত ব্যাটিং চালিয়ে যান। চার-ছক্কাও হাঁকান। তবে ব্যথা বাড়তে থাকায় রিটায়ার্ড হার্ট হিসাবে ফেরত যেতে হয় সাজঘরে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India Ireland pitch T20 World Cup

India Ireland pitch T20 World Cup: বোলার অক্ষর প্যাটেল, একেবারে ডানদিকে, বুধবার, 5 জুন, 2024, নিউইয়র্কের ওয়েস্টবারির নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা চলাকালীন আয়ারল্যান্ডের ব্যারি ম্যাকার্থির উইকেট নেওয়ার পরে সতীর্থদের দ্বারা অভিনন্দন জানাচ্ছেন। এপি/পিটিআই)

Irfan Pathan, IND vs IRE T20 World Cup: আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে স্টেডিয়ামে ভারত বিশ্বকাপের সূচনা করল, সেই নাসাউ ক্রিকেট স্টেডিয়াম আপাতত ক্রিকেট বিশ্বের সমস্ত আলোচনার কেন্দ্রে। ইরফান পাঠান, মাইকেল ভনের মত প্রাক্তনরা সরাসরি এই পিচকে টি২০ ক্রিকেটের অনুপযুক্ত বলে দাগিয়ে দিচ্ছে।

Advertisment

Unsafe pitch at Nassau County Stadium criticized: সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, স্টার স্পোর্টস-এ ইরফান পাঠান বলে দিয়েছেন, "আমরা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সম্প্রসারণ ঘটাতে চাই। তবে এই পিচ কিন্তু ক্রিকেটারদের জন্য নিরাপদ নয়। ভারতে যদি এরকম কোনও পিচে খেলতে হত, তাহলে বহুদিন সেই ভেন্যুর ওপর নিষেধাজ্ঞা জারি করা হত। কোনওভাবেই এই পিচ ভালো নয়। আর আমরা কোনও দ্বিপাক্ষিক কোনও সিরিজ খেলছি না। বিশ্বকাপ খেলছি।"

ম্যাচে জশুয়া লিটলের শর্ট বল রোহিত শর্মার কাঁধে আছড়ে পড়েছিল বুধবার ম্যাচ চলার সময়। এর পরে রোহিত ব্যাটিং চালিয়ে যান। চার-ছক্কাও হাঁকান। তবে ব্যথা বাড়তে থাকায় রিটায়ার্ড হার্ট হিসাবে ফেরত যেতে হয় সাজঘরে।

মাইকেল ভন চাঁচাছোলা ভাষায় বলে দিয়েছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট বিক্রির কাজ চলছে। তবে এইজন্য নিউ ইয়র্কের সাব-স্যান্ডার্ড পিচে ক্রিকেটারদের খেলতে হবে, এটা গ্রহণযোগ্য নয়। বিশ্বকাপে খেলার জন্য কঠোর পরিশ্রম করে এরকম পিচে খেলতে হচ্ছে, এটা খারাপ।"

রোহিত ম্যাচের পর বলেছেন, "হ্যাঁ, এখনও অল্প ব্যাথা রয়েছে। টসের সময়েই বলেছিলাম, এই পিচ চমকে দিতে পারে। মাত্র পাঁচ মাসের পুরোনো এই পিচে কীরকম খেলা হয় আগে জানতাম না। দ্বিতীয় ইনিংসে আমরা ব্যাট করার সময়ও পিচ তৈরি ছিল না। বোলারদের জন্য এই পিচে অনেক রসদ রয়েছে।" সবমিলিয়ে ভারত-আয়ারল্যান্ড ম্যাচ আইসিসির অস্বস্তি আরও বাড়িয়ে দিল।

ICC Cricket World Cup ICC Cricket World Cup Irfan Pathan Indian Cricket Team Indian Team T20 World Cup Ireland Cricket Team
Advertisment