Advertisment

Azam Khan-Babar Azam: 'মোটা' সতীর্থকে খুল্লামখুল্লা শারীরিক অপমান! ক্যাপ্টেন বাবর আজমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে তোলপাড় পাকিস্তান

Pakistan in t20 World Cup 2024: পাকিস্তান অন্দরমহলে হুলুস্থুল কাণ্ড, ব্যাপক চাপে ক্যাপ্টেন বাবর

author-image
IE Bangla Sports Desk
New Update
Babar Azam, Azam Khan

Pakistan Cricket Team: সতীর্থকে অপমানজনক আচরণ বাবরের (টুইটার)

Azam Khan body shamed: এবারের টি-২০ বিশ্বকাপ শুরু হতে না হতেই পাকিস্তান দলের সমস্যা সামনে চলে এল। দলের উইকেটকিপার-ব্যাটার আজম খানকে নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছে পাকিস্তান দল। আনফিট আজমকে কেন দলে রাখা হয়েছে, সেই প্রশ্নও তুলছেন অনেকে। অধিনায়ক আজম খান সাংবাদিকদের সামনে দলীয় সতীর্থর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু, তার মধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। প্রশিক্ষণের সময় সেই ভিডিওয় খোদ বাবর আজমকেই শোনা গিয়েছে আজম খান সম্পর্কে কটূক্তি করতে।

Advertisment

বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ২০২২ টি-২০ বিশ্বকাপে রানার্স হয়েছিল। কিন্তু, কয়েকমাস আগে শেষ হওয়া গত বছরের একদিনের বিশ্বকাপে পাকিস্তান খারাপ খেলে। তারপর, তাদের টি-২০ দলের অধিনায়ক করা হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। কিন্তু, সেটাও বেশিদিনের জন্য নয়। ফের বাবর আজমকেই ২০২৪ টি-২০ বিশ্বকাপের কয়েক সপ্তাহ আগে পাকিস্তান দলের অধিনায়ক পদে পুনর্বহাল করা হয়েছে।

আর, পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার আজম খানকে নিয়ে সমস্যার কারণ অন্য। আজম খান সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ হওয়া টি-২০ সিরিজে ভালো পারফরম্যান্স করতে পারেননি। এজন্য তিনি অনুরাগী এবং প্রাক্তন খেলোয়াড়দের সমালোচনার মুখে পড়েছেন। আজম দুটি ম্যাচে মাত্র ১১ করেছিলেন। উইকেটকিপার হিসেবেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সহজ ক্যাচ ফেলে দিয়েছেন। আর, এই জন্য টি-২০ বিশ্বকাপে সেই আজমকে কেন দলে রাখা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেটের অনুরাগী এবং বিশেষজ্ঞরা। শাহিদ আফ্রিদির মত বিশেষজ্ঞরা পর্যন্ত অভিযোগ করে বসেছেন, বছর ২৫-এর বিরাট চেহারার আজম আসলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্যই আনফিট।

এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠকে আজমের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। তিনি বলেছেন, 'আমরা যখন কোনও খেলোয়াড়কে দলে নিই না, তখন আপনারাই প্রশ্ন তোলেন কেন নেওয়া হয়নি? নিলেও আবার প্রশ্ন তোলেন, কেন নেওয়া হল? আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে, নির্বাচিত খেলোয়াড়দের সবসময় সমর্থন করা উচিত।'

আরও পড়ুন- ধোনির বয়ান নকল করে অবসর টিম ইন্ডিয়া সুপারস্টারের! বিশ্বকাপের সময়েই ফের দুঃসংবাদ

আজম যখন সাংবাদিকদের একথা বলেছেন, সেই সময়ই একটি ভিডিও ভাইরাল হয়েছে। পাকিস্তান ক্রিকেটের এক ভক্ত ভিডিওটি ভাইরাল করে দিয়েছেন। ভিডিওটিতে প্রশিক্ষণ চলাকালীন পাকিস্তান দলকে দেখা গেছে। দূর থেকে দেখে মনে হয়েছে যেন পাকিস্তানের খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে মজা করছেন। এই ভিডিওটিতে বাবর আজমকে প্রশিক্ষণ চলাকালীন আজম খানকে কিছু একটা বলতে শোনা গিয়েছে। যা শুনে একাংশের ধারণা আজম খানকে বাবর 'গাইন্ডা' (অতিরিক্ত ব্যক্তিদের প্রতি কটূক্তি) বলেছেন। অন্য অংশের আবার ধারণা, আজম খানকে আরও খারাপ কিছু বলেছেন পাকিস্তান দলের অধিনায়ক। যা নিয়েই এখন পাকিস্তান দলে অশান্তি তুঙ্গে।

Cricket World Cup ICC Cricket World Cup Pakistan Cricket T20 World Cup Azam Khan Pakistan Cricket Team Babar Azam
Advertisment