T20 World Cup 2024 semifinal weather update: গ্রুপ পর্ব এবং সুপার-৮ মিলিয়ে ৫২ ম্যাচ সমাপ্ত। শেষ চারে পৌঁছে গিয়েছে ভারত, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। বিশ্বকাপের বিজনেস এন্ড রুদ্ধশ্বাস লড়াইয়ের বার্তা দিচ্ছে।
আফগানিস্তান চরম রোমহর্ষক ম্যাচে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়াকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। তাই এবার নতুন কোনও দলের ফাইনালে ওঠা একদম নিশ্চিত।
একই দিনে আলাদা আলাদা ভেন্যুতে সেমিফাইনালের দুই লড়াইয়ে বাগড়া দিতে পারে আবহাওয়া।
সেমিফাইনালের আবহাওয়া আপডেট
দুই সেমিফাইনালের ভেন্যু যথাক্রমে তারুবার ব্রায়ান লারা স্টেডিয়াম এবং ত্রিনিদাদের প্রভিডেন্স স্টেডিয়াম। গোটা সপ্তাহ জুড়েই এই দুই ভেন্যুতে অবিরাম বৃষ্টিপাতের পূর্বাভাস করা হয়েছে। এমনকি গায়ানায় ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। জুনের ৮ তারিখের পর গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে কোনও ম্যাচ আয়োজিত হয়নি।
জুনের ২৬-এ তারুবার আবহাওয়া পূর্বাভাস:
বুধবার সন্ধ্যায় সর্বশেষ আপডেট অনুযায়ী বৃষ্টির পূর্বাভাস নেই ম্যাচের সময়। দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচের সময় মেঘাচ্ছন্ন পরিবেশের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: বল বিকৃতি করে সেমিতে পৌঁছেল ভারত, অর্শদীপকে ভিলেন বানিয়ে বোমা ফাটালেন ইনজামাম
জুনের ২৭-এ গায়ানায় আবহাওয়া পূর্বাভাস:
স্থানীয় সময় সকাল ১০.৩০-এ শুরু হবে ভারত ইংল্যান্ড সেমিফাইনাল। ম্যাচ চলাকালীন বেশ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে গায়ানায়। তবে খারাপ খবর, পুরো ম্যাচ জুড়েই বৃষ্টির সম্ভবনা পুরোমাত্রায় রয়েছে। ম্যাচ যত এগোবে ততই জেঁকে বৃষ্টি হতে পারে।
দুই সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কোন দল যাবে ফাইনালে?
দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচ হবে ভারতীয় সময় অনুযায়ী, সকাল ৬টায়। আইসিসির আপডেট অনুযায়ী, শনিবার ফাইনালের আগে এক দিনের রিজার্ভ ডে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচের জন্য। তাই রিজার্ভ ডেতে খেলা গড়ালেও দুই দল নির্দিষ্ট সময়ে বার্বাডোজে ট্র্যাভেল করে ফাইনালে নামতে পারবে।
দ্বিতীয় সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায়। এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে নেই। তবে তার পরিবর্তে আরও ২৫৯ মিনিট অতিরিক্ত বরাদ্দ রয়েছে যদি খেলা নির্ধারিত সময়ে সম্পন্ন না হয়।
কোনওভাবে রিজার্ভ ডেতেও ম্যাচ সম্পন্ন না করা গেলে ফাইনালে গ্রুপ পর্বে দুই দলের অবস্থান বিচার্য হবে। যে দল বেশি অবস্থানে ফিনিশ করেছিল, সেই দলকেই দেওয়া হবে ফাইনালের টিকিট। এই হিসেবে প্রথম সেমিফাইনাল থেকে ছাড়পত্র পাবে দক্ষিণ আফ্রিকা। অন্য সেমিতে ওয়াশ আউট হলে ভারত ইংল্যান্ডকে টপকে ফাইনালে জায়গা করে নেবে।
২৯ জুন কেনসিংটন ওভালে ফাইনালের জন্য রিজার্ভ ডে বরাদ্দ রয়েছে। তবে কোনওভাবে মূল দিন এবং রিজার্ভ ডে মিলিয়েও ফাইনাল আয়োজন না করা গেলে দুই ফাইনালিস্ট দলকেই চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হবে।