Advertisment

T20 World Cup scenarios: বাংলাদেশের জয়-হার কিছুই চাইছে না শ্রীলঙ্কা! বিশ্বকাপে রোমাঞ্চকর সমীকরণের মুখে চার-চার চ্যাম্পিয়ন দল

T20 World Cup super 8 scenarios: কয়েকটি দলের সিচুয়েশন বেশ সঙ্গীন। এই দলগুলির মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মত হেভিওয়েট দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sri Lanka vs Bangladesh, t20 World Cup

SL, NZ, ENG, PAK super 8 qualifications scenarios: বাংলাদেশের কাছে হেরে।বিপদে শ্রীলঙ্কা (টুইটার)

T20 World Cup scenarios: সুপার এইট-এ কোয়ালিফাই করার আগেই একাধিক দল রীতিমত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এর মধ্যে বেশ কিছু হেভিওয়েট দল ভুগতে চলেছে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়। অনেক দল আবার ম্যাচ হেরে বিপদের মুখে।

Advertisment

এর মধ্যে কয়েকটি দলের সিচুয়েশন বেশ সঙ্গীন। এই দলগুলির মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মত হেভিওয়েট দল। কীভাবে তাঁদের সুপার-৮ পর্বে পৌঁছনোর উপায় রয়েছে, জেনে নেওয়া যাক সমীকরণ-এ

শ্রীলঙ্কা কীভাবে সুপার-৮'এ উঠতে পারে?
শ্রীলঙ্কার বর্তমান অবস্থা: তিন ম্যাচ খেলার পর সংগ্রহে ১ পয়েন্ট। নেট রানরেট -০.৭৭৭

বুধবার সকালে নেপালের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ব্যাপক বিপদে পড়েছে লঙ্কানরা। ঘটনার আইরনি এখানেই যে শ্রীলঙ্কাকে সুপার এইট-এ পৌঁছনোর জন্য আপাতত বরুণ দেবতারই শরণাপন্ন হতে হবে।

লডারহিল-এ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় জুনের ১৭ তারিখে নেদারল্যান্ডস ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। সেই ম্যাচে জয় পেলে লঙ্কানদের অর্জিত পয়েন্ট দাঁড়াবে ৩। বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ইতিমধ্যেই ২ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। দুই দলেরই বাকি দুটো করে ম্যাচ।

শ্রীলঙ্কা আপাতত চাইবে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ যেন বৃষ্টিতে ভেস্তে যায়। এর অর্থ দুই দলই এক পয়েন্ট পাবে। ম্যাচ পুরো সময় হলে দুই দলের কোনও একটি দল জিতলেই ছিটকে যাবে শ্রীলঙ্কা।

নেদারল্যান্ডস-বাংলাদেশ ম্যাচ ওয়াশআউট হলে শ্রীলঙ্কা চাইবে দক্ষিণ আফ্রিকা যেন শেষ ম্যাচে নেপালকে হারায়। এই জোড়া সমীকরণ মিললেই নেপাল, বাংলাদেশ, নেদারল্যান্ডস-এর সঙ্গে একই পয়েন্টে পৌঁছবে শ্রীলঙ্কা। তখন নেট রানরেট বিবেচ্য হবে। তবে শ্রীলঙ্কাকে নিশ্চিত করতে হবে তাঁরা যেন নেট রানরেটে বাকিদের তুলনায় ভালো অবস্থায় থাকে।

পাকিস্তান কীভাবে সুপার-৮'এ উঠতে পারে:
পাকিস্তানের বর্তমান অবস্থা: গ্রুপ-এ'তে দুই পয়েন্ট নিয়ে পাকিস্তান তৃতীয় স্থানে। কানাডার সংগ্রহেও রয়েছে ২ পয়েন্ট।

ইউএসএ এবং ভারতের কাছে হারের পর পাকিস্তান অবশেষে পয়েন্টের খাতা খুলেছে মঙ্গলবার। কানাডাকে হারিয়ে। নেট রানরেট-ও পাকিস্তানের বেড়ে দাঁড়িয়েছে ০.১৯১-এ। পাকিস্তান।চাইবে শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে এবং ইউএসএ যেন বাকি দুই ম্যাচেই হারে। হিসাবের অঙ্ক বলছে ইউএসএ যদি দুই ম্যাচ মিলিয়ে নূন্যতম ১০ রানেও হারে, তাহলে স্রেফ জয়েই পাকিস্তান সুপার-৮'এর পথে পৌঁছে যাবে।

ঘটনা হল, বুধবার যে লডারহিলে নেপাল-শ্রীলঙ্কা ম্যাচে ভেস্তে গেল, সেই ভেন্যুতেই পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেও আকাশের দিকে নজর থাকবে বাবরদের। ইউএসএ যদি কোনওভাবে আর এক পয়েন্ট-ও বেশি অর্জন করে ফেলে এবং পাকিস্তান ম্যাচ যদি বৃষ্টিতে বানচাল হয়, তাহলে এশিয়ান জায়ান্টরা ছিটকে যাবে।

ইংল্যান্ড কীভাবে সুপার-৮'এ উঠতে পারে:
ইংল্যান্ডের বর্তমান অবস্থা: গ্রুপ-বিতে ইংল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে। নেট রানরেট -১.৮০০।

ইংল্যান্ডকে শেষ দুই ম্যাচ জিততেই হবে। সেই সঙ্গে ইংরেজদের আশা থাকবে স্কটিশরা যেন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে। এই মুহূর্তে ইংল্যান্ডের থেকেও স্কটল্যান্ডের রানরেট ভালো জায়গায়। ওমানের বিপক্ষে ৪৪ বল হাতে নিয়ে জয় স্কটিশদের নেট রানরেট পৌঁছে দিয়েছে ২.১৬৪-এ। এতে ইংল্যান্ডের অবস্থা আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

স্কটল্যান্ড যদি শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেও যায়। ইংল্যান্ডকে নামিবিয়া, ওমানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে যাতে স্কটিশদের নেট রানরেটে টেক্কা দেওয়া যায়।

নিউজিল্যান্ড কীভাবে সুপার-৮'এ উঠতে পারে:
নিউজিল্যান্ডের বর্তমান অবস্থা: গ্রুপ-সি'এ ব্ল্যাক ক্যাপসরা পাঁচ দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। একটি ম্যাচ খেলে একটিতেই হারতে হয়েছে কিউইদের।

নিউজিল্যান্ড প্ৰথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে ৮৪ রানে হেরে বসেছে, যা তাঁদের নেট রানরেট (-৪.২০০) তলানিতে ফেলে দিয়েছে।

আফগানিস্তানের রানরেট বর্তমানে ৫.২২৫। ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান দুই দলই হারিয়েছে উগান্ডাকে। এর অর্থ নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ কার্যত নকআউটের পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিউইরা যদি ক্যারিবিয়ানদের কাছে হারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ ৬ পয়েন্ট নিয়ে পৌঁছে যাবে সুপার-৮'এ। আফগানিস্তান দ্বিতীয় দল হিসেবে নিজেদের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত করে ফেলেছে।

T20 World Cup Sri Lanka Cricket Team ICC Cricket World Cup Cricket World Cup New Zealand Cricket Team England Cricket Team New Zealand Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment