India playing XI vs England: চলতি টি-২০ বিশ্বকাপে সুপার ৮-এ গ্রুপ এ-এর শীর্ষস্থানে থেকে ভারত সেমিফাইনালে পৌঁছে গেছে। এখনও অবধি এই টুর্নামেন্টে অপরাজিত ভারত বৃহস্পতিবার খেলবে বি গ্রুপ থেকে সেমিফাইনালে পৌঁছনো ইংল্যান্ডের বিরুদ্ধে। গত টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবারের নকআউট ম্যাচে দলে পরিবর্তন করতে পারে টিম ইন্ডিয়া। অভিজ্ঞ বিরাট কোহলি চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত নিজের সুনাম বজায় রাখতে পারেননি। তাঁর জায়গায় সেমিফাইনালে রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে অন্য কাউকে।
গায়ানার প্রভিন্স স্টেডিয়ামের ওই ম্যাচে যে দল জিতবে, তারাই পৌঁছবে ফাইনালে। যা হবে, বার্বাডোজে। চলতি টি-২০ বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত না হারলেও ইংল্যান্ড কিন্তু, পরাজিত হয়েছে। তারা গ্রুপ পর্বের খেলায় ইংল্যান্ডের কাছে হেরেছে। আবার সুপার ৮-এর ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। জোস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড সুপার ৮-এ বি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে। প্রথম দল হিসেবে বি গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।
গতবছরই হয়ে গিয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপ গোড়া থেকে ভালো খেলেছিল ভারত। ফাইনাল পর্যন্ত অপরাজিত ছিল। সেই দলেরও নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। তার বেশ কয়েক মাস পর, চলতি বছরেও দেখা যাচ্ছে, সেমিফাইনাল পর্যন্ত ভারত অপরাজিতই রইল। চলতি টুর্নামেন্টে গ্রুপপর্বের খেলায় ভারত কানাডা, আমেরিকা, পাকিস্তান এবং আয়ারল্যান্ডকে হারিয়েছে। সুপার ৮-এ হারিয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে।
টুর্নামেন্টে এই পর্যন্ত খেলা আটটা ম্যাচে ভারত সেভাবে একাদশে কোনও বিরাট পরিবর্তন আনেনি। মোটের ওপর উইনিং কম্বিনেশনই বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু, এখন ট্রফির থেকে দল মাত্র দুটো ম্যাচ দূরে। জীবন-মরণ ওই দুই ম্যাচে, গত আটটি ম্যাচেই ব্যর্থ কোহলির ওপর কতটা ভরসা রাখা যায়, তা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। এই আট ম্যাচের মধ্যে আবার দুটি ম্যাচে কোহলি বিনা রানেই আউট হয়েছেন। যার মধ্যে রয়েছে সোমবারের গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ। সেখানে তাঁর পার্টনার রোহিত বিধ্বংসী ইনিংস টানতে না পারলে ভারত বড় সমস্যায় পড়ে যেত।
এখন পর্যন্ত খেলা বাকি ছয় ম্যাচে কোহলির রান মোট ৬৬। গড় করলে ১১। আর, সেই কারণেই কোহলিকে অর্ডারে নামিয়ে খেলানোর কথা ভাবছে ভারত। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন। যার অর্থ হবে, শিবম দুবেকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া। আরেকটা হতে পারে রোহিতের সঙ্গে ঋষভ পন্থ ওপেন করলেন। আর, কোহলি নামলেন তিনে। গায়ানার ম্যাচ স্পিন ফ্রেন্ডলি। সেখানে যুজবেন্দ্র চাহালকেও প্রথম একাদশে রাখার কথা ভাবছে ভারত। কিন্তু, চাহালকে দলে রাখতে গেলে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মধ্যে একজনকে বাদ পড়তে হবে। তাতে ভারতের ব্যাটিং গভীরতা কমবে। যা সেমিফাইনালে বড় ঝুঁকির ব্যাপার হয়ে যাবে। তাই সেমিফাইনালের প্রথম একাদশ নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া ধ্বংস হতেই এল জয় শাহের বার্তা, রোহিতকে সালাম করে ঝড় তুলে দিলেন BCCI সচিব
আপাতত ভারতের প্রথম একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আরশদীপ সিং, জসপ্রিত বুমরাহ।