Advertisment

USA vs IND Playing 11: পাকিস্তান ম্যাচে ব্যাটিং ভরাডুবির পরেই 'বলি' হচ্ছেন এই ভারতীয়!! ভারতের প্রথম ১১-য় চমকের পর চমক

ICC T20 World Cup 2024, USA vs IND Playing 11: দুই দলেরই লক্ষ্যই থাকবে এই ম্যাচ জিতে সুপার এইট-এ কোয়ালিফাই করা। দুই দলই প্ৰথম দুই ম্যাচ জেতার সুবাদে ৪ পয়েন্ট অর্জন করেছে। আর একটি জয়েই নিশ্চিত হয়ে যাবে সুপার এইট পর্ব।

author-image
IE Bangla Sports Desk
New Update
USA vs India Playing 11:

USA vs India Playing 11: বিশ্বকাপে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

ICC T20 World Cup 2024 Match 25, USA vs India Playing XI: টি২০ বিশ্বকাপে ভারতের অভিযান ভালোই শুরু হয়েছে। প্ৰথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। গ্রুপের তৃতীয় ম্যাচ খেলতে ভারত বুধবার নামবে আয়োজক ইউএসএ-র বিপক্ষে। এই প্ৰথমবার আন্তর্জাতিক স্তরে দুই দল মোকাবিলা করবে।

Advertisment

দুই দলেরই লক্ষ্যই থাকবে এই ম্যাচ জিতে সুপার এইট-এ কোয়ালিফাই করা। দুই দলই প্ৰথম দুই ম্যাচ জেতার সুবাদে ৪ পয়েন্ট অর্জন করেছে। আর একটি জয়েই নিশ্চিত হয়ে যাবে সুপার এইট পর্ব। বৃষ্টি হলে কপাল পুড়বে পাকিস্তানের। ভারত-ইউএসএ পয়েন্ট ভাগাভাগি করে নিলে ছিটকে যাবে পাকিস্তান।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে সাম্প্রদায়িক উস্কানি! অর্শদীপের ধর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য আকমলের, পাল্টা তোলপাড় হরভজনের

ইউএসএ-র বিরুদ্ধে ভারতীয় দল কেমনভাবে প্রথম একাদশ সাজায়, সেদিকে থাকবে নজর। ভারত উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে। তবে সুপার এইট-এর আগে ভারত চাইলে রিজার্ভের তারকাদের দেখে নেওয়ার পথে হাঁটতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শিভম দুবে। সেক্ষেত্রে প্ৰথম একাদশে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালএবং সঞ্জু স্যামসনের মধ্যে একজনকে।

যশস্বী এবং সঞ্জুর মধ্যে পাল্লা ভারি অবশ্য যশস্বীর দিকেই। বিরাট কোহলি প্ৰথম দুই ম্যাচেই রোহিতের ওপেনিং পার্টনার হয়ে রান করতে পারেননি। তাই ওয়ান ডাউনে কোহলি নেমে আসতে পারেন। তখন রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে যশস্বীকে। তাছাড়া যশস্বীকে প্ৰথম একাদশে খেলালে ওপেনিংয়ে ডান হাত-বাঁ হাতি কম্বিনেশনও বজায় থাকবে। যা প্রতিপক্ষ বোলারদের সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: ৪ রান ‘খেয়ে নিল’ আম্পায়ার! ম্যাচ হারতেই আইসিসির নিয়ম নিয়ে আগুন বাংলাদেশ, তুঙ্গে বিতর্ক

ব্যাটিং বিভাগে বড়সড় রদবদল হলেও বোলিং বিভাগ একই থাকবে। বল হাতে প্রত্যেকেই ছন্দে রয়েছেন। বুমরা পেস বিভাগে দলকে বরাবরের মত নেতৃত্ব দিচ্ছেন। একাই পাকিস্তান ম্যাচে ফারাক গড়ে দিয়েছেন। তাঁকে যোগ্য সহায়তা করছেন অর্শদীপ সিং, মহম্মদ সিরাজরা। মিডল ওভারে হার্দিক পান্ডিয়াও ভারতকে ব্রেক থ্রু এনে দিচ্ছেন। অক্ষর প্যাটেল নিজের জাত চিনিয়েছেন। তবে একদমই ফর্মে নেই রবীন্দ্র জাদেজা। আগের ম্যাচেই গোল্ডেন ডাক করেছিলেন। তবে জাদেজাকে বাইরে রাখার সাহস ভারত এখনই করবে না। এমন পরিস্থিতিতে অপেক্ষা বাড়তে পারে কুলদীপ যাদব এবং জুজবেন্দ্র চাহালের।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা

T20 World Cup Indian Team ICC Cricket World Cup Cricket World Cup USA Indian Cricket Team
Advertisment