Advertisment

USA vs PAK ICC T20 World Cup 2024 Match Report: বাংলাদেশ ঘাতক ইউএসএ-র কাছেই হার পাকিস্তানের! সুপার ওভারে ৭ ওয়াইড দিয়ে খলনায়ক আমের

T20 World Cup 2024, USA beats Pakistan: টসে জিতে প্রথমে বোলিং নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর পাকিস্তানকে তারা আটকে রাখে মাত্র ১৫৭ রানে। সেই রান তাড়া করতে নেমে জয়ের জন্য ইউএসএ-র শেষ বলে দরকার ছিল ৫ রান। নীতিশ কুমার বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ টাই করে দেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
T20 World Cup 2024: USA beat Pakistan

USA vs PAK T20 World Cup Match Report: পাকিস্তানকে ভাঙলেন স্পিনার কেনজিগে, 2024। (AP/PTI)

USA beat Pakistan in super over thriller: আন্তর্জাতিক ক্রিকেটে প্ৰথমবার মুখোমুখি হয়েছিল দুই দেশ। আর বিশ্বকাপের মত মঞ্চে পাকিস্তানকে প্ৰথম সাক্ষাতেই হারিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেই জয় এল সুপার ওভারের মত টানটান থ্রিলারে।

Advertisment

ICC Men's T20 World Cup 2024 Match Report: স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে নির্বাসিত থাকা মহম্মদ আমেরের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে চরম আলোচনা হয়েছিল। পাকিস্তানের হারে তিনিই শেষমেশ খলনায়ক। সুপার ওভারে ১৯ রান খরচ করলেন তারকা। তার মধ্যে ৭টিই ওয়াইড। মার্কিন যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রাভালকার ঠান্ডা মাথায় সুপার ওভারে ৫ রান কম খরচ করলেন। আউটও করলেন ইফতিকার আহমেদকে। এভাবেই ইতিহাস গড়া জয় এল ইউএসএ-র।

টসে জিতে প্রথমে বোলিং নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর পাকিস্তানকে তারা আটকে রাখে মাত্র ১৫৯ রানে। সেই রান তাড়া করতে নেমে জয়ের জন্য ইউএসএ-র শেষ বলে দরকার ছিল ৫ রান। নীতিশ কুমার বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ টাই করে দেন।

আরও পড়ুন: ভারত ম্যাচের আগেই হোটেল বদলাল পাকিস্তান, বিশ্বকাপে গিয়ে বেনজির কাণ্ড বাবর বাহিনীর

তার আগে ভারতীয় বংশোদ্ভূত মোনাঙ্ক প্যাটেল নিজের প্ৰথম টি২০ হাফসেঞ্চুরি হাঁকিয়ে যান। তাঁকে রান চেজ করার সময় যোগ্য সহায়তা করেন আন্দ্রে গাউস ৩৫ করে। দুজনে মিলে মসৃণভাবেই জয়ের লক্ষ্যে নিয়ে যাচ্ছিল দলকে। তবে হঠাৎ করেই জোড়া শিকার করে ম্যাচে ফেরে পাকিস্তান। তারপর হঠাৎ পরপর উইকেট হারানোয় এবং রান রেট কমে যাওয়ায় চাপে পড়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শেষ ৩ বলে ১২ রান যখন প্রয়োজন ছিল, তখন তা তুলে দেয় আয়োজককারী দেশটি।

টসে হেরে প্ৰথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা একদমই প্ল্যানমাফিক হয়নি। পাওয়ার প্লের মধ্যেই উসমান খান, ফখর জামান এবং মহম্মদ রিজওয়ানকে হারাতে হয়।

এরপরে পাকিস্তান ইনিংস কিছুটা স্থিরতা পায় ক্যাপ্টেন বাবর আজম (৪৩ বলে ৪৪) এবং শাদাব খানের (২৫ বলে ৪০) ৭২ রানের পার্টনারশিপে ভর করে। তবে ইউএসএ বোলাররা এই দুজন সেট ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে ফিরে আসেন।

শেষদিকে শাহিন আফ্রিদির ২৫ রানের ক্যামিওয় ভর করে পাকিস্তান দেড়শো রানের গন্ডি পেরোয়। ইউএসএ-র হয়ে নশটুস কেনজিগে সেরা পারফর্মার। ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। এর মধ্যে একই ওভারে শাদাব খান এবং আজম খানকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভবনাও জাগিয়ে তুলেছিলেন। সৌরভ নেত্রাভালকার দুই উইকেট শিকার করেন। পাকিস্তানি বংশোদ্ভূত আলি খান এবং জাসদীপ সিং একটি করে উইকেট নেন।

pakistan Cricket World Cup USA ICC Cricket World Cup Pakistan Cricket T20 World Cup Pakistan Cricket Team
Advertisment