Advertisment

T20 World Cup: এই বিশ্বকাপই শেষবার! আর দেখা যাবে না একের পর এক তারকাকে, রয়েছেন নাইট সুপারস্টারও

T20 World Cup 2024: ইতিমধ্যেই ডেভিড ওয়ার্নারের মত অনেকে ঘোষণা করে দিয়েছেন, এটাই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Icc T20 World Cup Trophy-Rohit-Kohli, রোহিত, কোহলি, টি-২০ বিশ্বকাপ ট্রফি

Icc T20 World Cup Trophy-Rohit-Kohli: এই টুর্নামেন্ট রোহিত-কোহলিদেরও শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা হতে পারে। (ছবি- টুইটার)

Veteran cricketers who might retire after t20 World Cup 2024: পারফরম্যান্স অবশ্যই কথা বলে। কিন্তু, একটা সময় আসে, যখন প্রত্যেকের জীবনেই অবসর আসে। এটা অমোঘ নিয়তি। খেলোয়াড়দের জীবনে সেই অবসর আসে সাধারণ মানুষের চেয়ে অনেক আগেই। কারণ, শরীর তখন আর খেলার ধকল টানতে পারে না। তার ছাপ পড়ে পারফরম্যান্সে। সেকথা মাথায় রেখে বয়সের হিসেব ধরে বলা যায়, এবছরই বেশ কয়েকজন কিংবদন্তি অবসর নিতে পারেন।

Advertisment

ইতিমধ্যেই ডেভিড ওয়ার্নারের মত অনেকে ঘোষণা করে দিয়েছেন, এটাই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। টি-২০ বিশ্বকাপের পর এটা যদি রোহিত শর্মা বা বিরাট কোহলিদের মুখ থেকেও শোনা যায়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। এসব নিয়েই শনিবার, ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। এবার যৌথভাবে আয়োজক ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকা।

মাস সাতেক আগেই একদিনের ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়েছে। যা নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব উন্মাদনায় মেতে উঠেছিল। কিন্তু এবারের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে সেই হাইপ নেই। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট এখনও শৈশবে। সেখানে ক্রিকেটের জন্য স্টেডিয়াম পাওয়াই কঠিন। বিশ্বকাপ আয়োজনের কথা মাথায় রেখে নতুন অস্থায়ী স্টেডিয়াম পর্যন্ত তৈরি করা হয়েছে।

এসবের মধ্যেও এবারের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এক অন্য মাত্রা রাখতে চলেছে। তার কারণ, আর কিছুই নয়। এবারের সংক্ষিপ্ততম ক্রিকেট ফরম্যাটের এই বিশ্বকাপের পরই অবসর নিতে পারেন বেশ কয়েকজন তারকা। যাঁদের অন্যতম অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। বিশ্বের অন্যতম সেরা অল ফরম্যাট ব্যাটার ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে তিনি এই টুর্নামেন্টের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। ইতিমধ্যে একদিনের ক্রিকেট আর টেস্ট ক্রিকেট থেকেও নিজের সরে আসার কথা ওয়ার্নার জানিয়ে দিয়েছেন। জুনের এই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে তাই বড় কিছু করে দেখাতে ওয়ার্নার বদ্ধপরিকর।

তবে, শুধু ওয়ার্নারই নন। এমন অনেক তারকা আছেন, যাঁরা এবারই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবেন। তবে, ওয়ার্নারের মত তাঁরা হয়তো সেকথা ঘোষণা করেননি। এটাই শুধু ফারাক। সেই তালিকাতেই আছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এর আগে ২০২২-এ শেষবার টি-২০ বিশ্বকাপ ক্রিকেট হয়েছিল। সেবার ভারত সেমিফাইনালে হারে। তারপর রোহিত ও কোহলি একবছরের বেশি টি-২০ ফরম্যাটে খেলেননি। এবারের বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে টি-২০ দলে ফিরেছেন।

আরও পড়ুন- ইতিহাসে প্রবাসী দুই ভারতীয়! শিখদের মধ্যে শিখর ছুঁয়ে গোটা দেশকে করলেন গর্বিত

রোহিতের বয়স বর্তমানে ৩৭। পরের টি-২০ বিশ্বকাপ ২০২৬ সালে। সেখানে রোহিত খেলবেন, এটা কার্যত অসম্ভব। কোহলি রোহিতের চেয়ে বছর দুয়েকের ছোট। টি-২০ ফরম্যাটের আইপিএলে তিনি দুর্দান্ত খেলেছেন। বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনও টি-২০ খেলার অবস্থায় আছেন। কিন্তু, ২০২৬-এ বিরাট ৩৭ বছরের হয়ে যাবেন। তখন তাঁর এই পারফরম্যান্স না থাকারই কথা। স্বভাবতই কোহলিরও এটা শেষ টি-২০ টুর্নামেন্ট বলেই ধরা হচ্ছে। একইভাবে এটাই শেষ টুর্নামেন্ট হতে পারে নিউজিল্যান্ডের ডানহাতি বোলার ৩৪ বছরের ট্রেন্ট বোল্টের, নিউজিল্যান্ডেরই ৩২ বছর বয়সি কিংবদন্তি ব্যাটার কেন উইলিয়ামসন, বাংলাদেশের বছর ৩৭-এর অলরাউন্ডার শাকিব-অল-হাসান, ওয়েস্টে ইন্ডিজের অলরাউন্ডার ৩৬ বছর বয়সি আন্দ্রে রাসেলের।

Virat Kohli David Warner Rohit Sharma T20 T20 World Cup
Advertisment