Virat Kohli announces retirement: ওয়ানডে বিশ্বকাপ আগেই জিতেছিলেন। টি২০-র মুকুট-ই ছিল অধরা। বার্বাডোজে দুর্ধর্ষ ভারতীয় পেসাররা দলকে বিশ্বজয়ের রাস্তায় নিয়ে যাওয়ার পরেই বড় ঘোষণা করে দিলেন বিরাট কোহলি। জানিয়ে দিলেন বিশ্বকাপের ফাইনাল-ই তাঁর আন্তর্জাতিক টি২০ কেরিয়ারের শেষ ম্যাচ। জাতীয় দলের জার্সিতে আর টি২০ ম্যাচে দেখা যাবে না কিংকে।
রূপকথার মতই বিদায় নিলেন তিনি। গোটা টুর্নামেন্টে তীব্র সমালোচিত। ফাইনালে নেমেছিলেন আইসিসি ইভেন্টে ব্যক্তিগত নিকৃষ্টতম পরিসংখ্যানকে সঙ্গী করে। সেই ম্যাচেই কোহলির ব্যাট থেকে বেরোল ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস। হাফডজন বাউন্ডারির পাশে হাঁকালেন জোড়া ছক্কা।
ভারত একসময় ৩৪/৩ হয়ে গিয়েছিল। সেখান থেকে প্ৰথমে অক্ষর প্যাটেল, তারপর শিভম দুবের সঙ্গে জোড়া হাফসেঞ্চুরি পার্টনারশিপে দলকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দিলেন।
ফাইনালের সেরাও তিনি। ম্যাচ সেরা বিশ্বকাপ জয়ী হয়েই বিদায়ের ঘোষণা করে দিলেন। উৎসবের মঞ্চ ভারাক্রান্ত করে দিলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি।
ট্রফি জয়ের মঞ্চে দাঁড়িয়ে কোহলি বলে দিলেন, "এটাই আমার শেষ টি২০ বিশ্বকাপ। এই অর্জনেই আমরা পাখির চোখ করেছিলাম। এক-একদিন মনে হয় আমি আর রান করতে পারব না। তারপর এরকম ঘটে। ঈশ্বর সদয় হয়েছেন। এটাই আমার কাছে শেষ সুযোগ ছিল। এটাই আমার টি২০ আন্তর্জাতিকে শেষ ম্যাচ। আমরা কাপ জিততে চেয়েছিলাম।"
"এমন নয় যে আমরা হেরে গেলে এই ঘোষণা করতাম না। পরবর্তী প্রজন্মের এবার জাতীয় টি২০ দলকে টানার সময় এসেছে। আইসিসি টুর্নামেন্ট জেতার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হল। রোহিতের মত কেউ ৯ টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলল। আর এটা আমার ষষ্ঠ। এই জয় ওঁর-ও প্রাপ্য।"
কলার উঁচু করে নিজের টার্মে বিদায় নিলেন কোহলি। রাজাদের বিদায় তো এমনই হয়।