Advertisment

Bangladesh Cricket Team New Captain: বাংলাদেশ ক্রিকেট চরম ডামাডোল! শান্তকে সরিয়ে ক্যাপ্টেন হতে চান এই তারকা ক্রিকেটার

Bangladesh Cricket Team: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তো বটেই হেড কোচ বদলে গিয়েছে কয়েকদিন আগে। এবার ক্যাপ্টেন শান্ত-ও বাতিলের খাতায়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Bangladesh Captain Najmul Hossain:

Bangladesh Cricket Team: বাংলাদেশের ক্যাপ্টেন থাকতে চাইছেন না শান্ত (টুইটার)

Najmul Shanto, Bangladesh Cricket Team new captain, Taijul Islam: সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ ক্রিকেট দল এবার নতুন অধিনায়ক পেতে চলেছে। নাজমুল হোসেন শান্ত জমানা শেষ হয়ে গেল কার্যত অলক্ষ্যেই। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই বাংলাদেশের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াবেন নাজমুল হোসেন শান্ত।

Advertisment

যদিও সরকারিভাবে এখনও পদত্যাগ করেননি। তবে প্রোটিয়াজ সিরিজ শেষেই তাঁর সরে দাঁড়ানো কার্যত পাকা। তাঁর জায়গাতেই নতুন অধিনায়ক হিসেবে উঠে আসছে তাইজুল ইসলামের নাম। ক্রিকবাজের খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর জাতীয় দলে নেতৃত্ব দিতে আর আগ্রহী নন শান্ত।

গত ফেব্রুয়ারিতেই বাংলাদেশের তিন ফরম্যাটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল নাজমুল শান্তকে। তারপর থেকে নিজের দায়িত্ব পালন করছেন। তবে বছর ঘোরার আগেই নেতৃত্ব ছাড়তে চলেছেন তারকা ব্যাটার। টি২০ বিশ্বকাপ হোক বা সদ্য ভারত সফর- নাজমুল হোসেন শান্তের নেতৃত্ব বারবার প্রশ্নের মুখে পড়েছে।

ব্যাট হাতেও ভালভাবে আস্থা জোগাতে পারছিলেন না। একমাত্র পাকিস্তান সফরেই ঐতিহাসিকভাবে তাঁর নেতৃত্বে টেস্ট সিরিজ জয়ের সাক্ষী থেকেছিল টাইগাররা। দক্ষিণ আফ্রিকা সিরিজেও ঘরের মাঠে হারের পর শান্তকে সরানোর দাবি জোরালো হয়। এমন অবস্থায় তিনি নিজেই দায়িত্ব ছাড়তে চাইছেন।

এমন অবস্থায় বাংলাদেশের ক্যাপ্টেন হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তাইজুল ইসলাম। "এই বিষয়ে (নাজমুল শান্তের নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে) কিছু শোনা নেই। আমাকেও কিছু বলা হয়নি। তবে ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার পর আমি অধিনায়ক হতে প্রস্তুত।"

"এটা একটা দলগত খেলা। সবথেকে গুরুত্বপূর্ণ হল, দল ভালো কন্ডিশনে রয়েছে। হয়ত কেউকেউ বাইরের সমালোচনায় আক্রান্ত হন, তবে বাকিরা শান্তভাবে নিজেদের দায়িত্ব পালন করে চলে। ব্যক্তিগতভাবে আমি ফুরফুরে থাকার চেষ্টা করি। তবে বাকিরা কে কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেই বিষয়ে তো আগাম বলতে পারব না। কারণ প্রত্যেকের মানসিকতা আলাদা। আমরা ম্যানেজমেন্ট, বোর্ড মিটিংয়ে থাকি না।"

"আমাদের লক্ষ্য একই থাকে- তা হল জয়। খেলা চালু হলে আমরা ম্যাচ কন্ডিশন বোঝার চেষ্টা করি। তবে আমাদের ফোকাস থাকবে ব্যাটিং হোক বা বোলিং-ফিল্ডিং- দল হিসেবে পারফর্ম করা। প্রত্যেক ম্যাচই আমাদের কাছে নতুন নতুন সুযোগ। সেই দৃষ্টিকোণ থেকে এটা ব্যাটারদের আরও একটা সুযোগ।"

দল হিসেবে আমরা এই পর্যায়ে সেভাবে পারফর্ম করতে পারিনি। যদিও কেউকেউ ব্যক্তিগত স্তরে ভালো খেলেছে। যদি আমরা দুটো-তিনটে পার্টনারশিপ গড়তে পারি, দু-একজন শতরান হাঁকাতে পারে, তাহলে আমাদের টার্গেট আরও বড় হবে। সকলেই পরিশ্রম করছে।" দক্ষিণ আফ্রিকার আগে দ্বিতীয় টেস্টে নামার আগে বলে দিয়েছেন তাইজুল ইসলাম।

Bangladesh Cricket Cricket News Bangladesh Cricket Team
Advertisment