Advertisment

নিজের স্বাভাবিক খেলা হারিয়ে ফেল না, পন্থকে পরামর্শ ক্লুজনারের

নিজের জমানায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন ল্যান্স ক্লুজনার। টেস্টে ও ওয়ানডে-তে তাঁর রান ও উইকেট সংখ্যা যথাক্রমে ১৯০৬ ও ৩৫৭৬ এবং ৮০ ও ১৯২। ক্লুজনার কোচিংয়ে এসেছেন ২০১২ সালে।

author-image
IE Bangla Web Desk
New Update
rishabh pant and Klusener

ঋষভ পন্থ ও ল্যান্স ক্লুজনার (টুইটার ও ফাইল চিত্র)

মহেন্দ্র সিং ধোনি অবসরের পথে। ৩৫ বছরের ঋদ্ধিমান সাহাও নির্বাচনের প্ল্যানিংয়ে নেই। এমন অবস্থায় ঋষভ পন্থকেই ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যানের কোটায় ভাবা হচ্ছে দীর্ঘমেয়াদিভাবে। তবে প্রোটিয়াজ তারকা অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার জানিয়ে দিলেন, ঋষভ নিজের ক্ষমতার বাইরে গিয়ে খেলতে চায়। এটাই সমস্যার হতে পারে। সদ্যই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হয়েছেন প্রাক্তন তারকা। দেশের কোচ হিসেবে প্রথমবারেই ক্লুজনারের সামনে ইন্ডিয়ান-চ্যালেঞ্জ। ভারতে এসে ক্লুজনার জানিয়ে দিচ্ছেন, "পন্থের মতো দুর্ধর্ষ এক প্রতিভা প্রায়ই নিজের আয়ত্তের বাইরে গিয়ে খেলার প্রবণতা রয়েছে।"

Advertisment

পাশাপাশি ক্লুজনার পন্থকে নিয়ে আরও জানিয়েছেন, "নিজেকে উপলব্ধি করার সময় দিতে হবে পন্থকে। এভাবেই ও নিজের প্রতিভার সুবিচার করতে পারবে।" ক্রিকেটে প্রচলিত পরামর্শ হল, নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। তবে ক্লুজনার এতে বিশ্বাস করেন না। পন্থের উদাহরণ টেনে তাঁর নিজস্ব থিওরি, "আন্তর্জাতিক ক্রিকেটে এগোতে হলে অন্যদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। নিজে ভুল করে শেখার থেকে তা বেশি কার্যকরী।"

আরও পড়ুন টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ক্লুজনার

নিজের জমানায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন ল্যান্স ক্লুজনার। টেস্টে ও ওয়ানডে-তে তাঁর রান ও উইকেট সংখ্যা যথাক্রমে ১৯০৬ ও ৩৫৭৬ এবং ৮০ ও ১৯২। ক্লুজনার কোচিংয়ে এসেছেন ২০১২ সালে। ঘরোয়া ক্রিকেটে হলিউডবেট জলফিনসের কোচ ছিলেন ২০১২ থেকে ২০১৬, চার বছর। তারপরে জিম্বাবোয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ নিযুক্ত হন তিনি।

তিনিই এবার ভারতে এসে প্রভাবিত পন্থের দ্রুত উঠে আসায়। বাঁ-হাতি তারকা অলরাউন্ডার সেই কারণে জানিয়েছেন, "ধোনির কেরিয়ারের সায়াহ্নে ঋষভ পন্থের মতো তারকার দ্রুত আসা দারুণ এক ব্যাপার। ভারতীয়দের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, ম্যানেজমেন্টের উচিত ও যাতে ম্যাচে আরও ছাপ ফেলতে পারে, তার ব্যবস্থা করা।" সেই সঙ্গে তাঁর সংযোজন, "পন্থের বিশ্বমানের কোচেদের সান্নিধ্য পাচ্ছে। ওকে কোচেদের পরামর্শ নিতে হবে। তবে নিজের স্বাভাবিক খেলা গুটিয়ে রাখলে চলবে না।"

Read the full article in ENGLISH

cricket Rishabh Pant
Advertisment