Tamim Iqbal Health Update: পরপর ২ বার হার্ট অ্যাটাক, এখন কেমন আছেন তামিম ইকবাল?

Tamim Iqbal Health Update: সোমবার (২৪ মার্চ) সকালবেলা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার জন্য তামিম ইকবাল সাভারের বিকেএসপিতে যান। সেখানে তিনি ম্য়াচের টসও করেন।

Tamim Iqbal Health Update: সোমবার (২৪ মার্চ) সকালবেলা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার জন্য তামিম ইকবাল সাভারের বিকেএসপিতে যান। সেখানে তিনি ম্য়াচের টসও করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tamim Iqbal 1

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটার তামিম ইকবাল

Tamim Iqbal Health Update: ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটার তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর বুকে আচমকা অসহ্য় যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তামিমের নাকি পরপর ২ বার হার্ট অ্যাটাক হয়েছে। আপাতত তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। 

Advertisment

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখ্য চিকিৎসক দেবাশিস চৌধুরি ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, তামিমের ২ বার হার্ট অ্যাটাক হয়েছিল। তাঁর হার্টে একটি রিং পরানো হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল। 

স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, সোমবার (২৪ মার্চ) সকালবেলা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার জন্য তামিম ইকবাল সাভারের বিকেএসপিতে যান। সেখানে তিনি ম্যাচের টসও করেন। কিন্তু, ফিল্ডিং করতে নামার সময়ই আচমকা তাঁর বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তামিমের অ্য়াঞ্জিওগ্রাম করানো হয়। সেই রিপোর্টে দেখা যায়, বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের হার্টে একাধিক ব্লকেজ রয়েছে। 

এরপর তামিমকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হয়। সেজন্য একটি হেলিকপ্টারের বন্দোবস্তও করা হয়েছিল। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতাল থেকে বের করা সম্ভব হয়নি। পরিস্থিতি বেগতিক দেখে ফজিলাতুন্নেছা হাসপাতালেই তাঁর হার্ট সার্জারি করা হয়। তামিমের হার্টে দুটো রিং পরানো হয়েছে। হাসপাতালে ইতিমধ্য়ে তামিমের গোটা পরিবার এসে উপস্থিত হয়েছে। আপাতত সকলেই তাঁর জ্ঞান ফেরার অপেক্ষা করছেন। জ্ঞান ফিরলে পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করা হবে।

Tamim Iqbal Bangladesh Cricket Team