Advertisment

ভারত সফরে নেই তামিম ইকবাল

সামনের মাসে নভেম্বরের ৩ তারিখে দিল্লিতে শুরু হচ্ছে প্রথম টি২০ খেলা। ১৪ তারিখে প্রথম টেস্ট খেলা হবে ইন্দোরে। দ্বিতীয় টেস্ট কলকাতায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Tamim Iqbal

ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল (টুইটার)

স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন। এই কারণেই ভারত সফর থেকে নিজের নাম প্রত্য়াহার করে নিলেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। ব্যক্তিগত কারণের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগেই জানিয়েছিলেন বাঁ হাতি ব্য়াটসম্যান। শনিবারেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তামিম ইকবালের পরিবর্ত ক্রিকেটার হিসেবে ইমরুল কায়েসের নামও চূড়ান্ত করে ফেলা হয়। তিনটে টি২০ সহ সিরিজে দুটো টেস্টও খেলবে বাংলাদেশ।

Advertisment

সামনের মাসে নভেম্বরের ৩ তারিখে দিল্লিতে শুরু হচ্ছে প্রথম টি২০ খেলা। ১৪ তারিখে প্রথম টেস্ট খেলা হবে ইন্দোরে। দ্বিতীয় টেস্ট কলকাতায়। ক্রিকইনফোকে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, "তামিম আমাদের আগেই জানিয়েছিলেন, কলকাতায় দ্বিতীয় টেস্টে খেলতে পারবে না ও। তবে এখন জানা গিয়েছে, তামিম আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে বাবা হতে চলেছে।"

আরও পড়ুন শাকিবের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ, আইনি পদক্ষেপ নিচ্ছে বিসিবি

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, "তামিমের আগে থেকেই পাঁজরে চোট ছিল। তা সত্ত্বেও ওকে টি২০ সিরিজের জন্য বিবেচনা করা হয়েছিল। তবে তারপরেই তামিম আমাদের জানায় কলকাতায় হয়তো দ্বিতীয় টেস্টে ও থাকতে পারবে না। আসন্ন প্রসবা স্ত্রীর ডেলিভারি হবে, ভারত সফরেই। তাই ও ভারত সফরে খেলতে যাচ্ছে না।"

তামিম অবশ্য সাম্প্রতিককালে একদমই ফর্মে ছিলেন না। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের পরেই বাংলাদেশ ক্রিকেট থেকে সাময়িকভাবে বিরতি চেয়েছিলেন তামিম। সেই কারণেই বাংলাদেশের ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং টি২০ সিরিজে খেলেননি।

আরও পড়ুন ‘আমি তোমার নম্বর ডিলিট করে দেব’, মেহদি হাসানকে চেঁচিয়ে বললেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান

দেখে নেওয়া যাক ভারত-বাংলাদেশের কবে আর কোথায় কোথায় ম্যাচ
তিন ম্যাচের টি-২০ সিরিজ

৩ নভেম্বর (রবিবার): প্রথম টি-২০, দিল্লি, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম

৭ নভেম্বর (বৃহস্পতিবার): দ্বিতীয় টি-২০, রাজকোট, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম

১০ নভেম্বর (রবিবার): তৃতীয় টি-২০, নাগপুর, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম

আরও পড়ুন বাংলাদেশ সিরিজেই হয়তো গোলাপি বলে দিন-রাতের টেস্ট

দু’ম্যাচের টেস্ট সিরিজ

১৪ নভেম্বর (বৃহস্পতিবার): প্রথম টেস্ট, ইন্দোর, হোলকার স্টেডিয়াম

২২ নভেম্বর (শুক্রবার): দ্বিতীয় টেস্ট, কলকাতা, ইডেন গার্ডেন্স

বাংলাদেশ ফিরে যাওয়ার পর ভারতে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্য়াচের টি-২০ ও ওয়ান-ডে সিরিজ খেলবে দুই দল।

cricket Bangladesh
Advertisment