Advertisment

Tamim Iqbal retirement: কর্মফলে বিশ্বাস করি, সাকিবের সঙ্গে ঝামেলায় বিস্ফোরক মন্তব্য এবার তামিমের

Tamim Iqbal retirement: কারওর নাম না করেই নিজের অবসর নিয়ে বিস্ফোরক তামিম। তবে, স্পষ্ট জানিয়েছেন যে তিনি অবসর নিতে চাননি। তাঁকে বাধ্য করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tamim Iqbal, Champions Trophy, তামিম ইকবাল, চ্যাম্পিয়ন্স ট্রফি,

Tamim Iqbal-Champions Trophy: সাকিবের সঙ্গে তামিমের একটা ঝামেলা হয়েছিল। (ছবি- ইনস্টাগ্রাম)

Tamim Iqbal, Bangladesh Cricket Team: তিনি অবসর নিতে চাননি। ঘুরিয়ে চাপ সৃষ্টি করে তাঁকে কার্যত অবসর নিতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বিরুদ্ধে এমনই ভয়ংকর অভিযোগ করলেন তামিম ইকবাল। তিনি অভিযোগ করেছেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চাইছিলেন। কিন্তু, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে তাঁর অবসর নেওয়া ছাড়া আর গতি ছিল না। আর, এই চক্রান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন জড়িত ছিল বলেই তামিম অভিযোগ করেছেন।

Advertisment

তামিম এখন ধারাভাষ্যকার। ভারত-বাংলাদেশ সিরিজে তাঁকে ধারাভাষ্য দিতে দেখা যাচ্ছে। সেই তামিম ২০২৩-এ বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। এরপরই গতবছরের একদিনের বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড থেকে তিনি আশ্চর্যজনকভাবে বাদ পড়েন। ক্ষুব্ধ তামিম এরপর গতবছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন। তারপর অবশ্য ভুল বুঝতে পেরে একদিন পরই অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। কিন্তু, তাতেও বাংলাদেশ স্কোয়াডে এই অভিজ্ঞ ব্যাটারের জায়গা হয়নি। 

এই প্রসঙ্গে এতদিনে মুখ খুললেন তামিম। তিনি জানিয়েছেন, কিছু লোকের সঙ্গে মতপার্থক্যই তাঁকে বাংলাদেশ ক্রিকেট থেকে সরে যেতে বাধ্য করেছে। তামিমের কথায়, 'আমি কখনও ভাবিইনি যে বাংলাদেশের হয়ে খেলব না। আমার লক্ষ্য ছিল, ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। তারপরে আর খেলব কি না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু, এমন সব ঘটল, বাধ্য হলাম সরে যেতে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক খারাপ হতেই পারে। কিন্তু, জাতীয় স্বার্থের কথা আগে ভাবা উচিত। এই ক্ষেত্রে প্রতিহিংসা নেওয়া যায় না। কিন্তু, দুর্ভাগ্যবশত আমার জীবনে সেটাই ঘটল।'

তিনিও অবসর নিয়ে যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সেকথাও কবুল করেছেন তামিম। তাঁর কথায়, 'আমি খুব আবেগপ্রবণ ছেলে। সেই সময় আমার সঙ্গে যা হয়েছিল, আমার কিছু করার ছিল না। আমি ১৭ বছর বাংলাদেশের হয়ে খেলেছি। কিন্তু, সেই সময় আমার সঙ্গে যা হয়েছে, আর কারও সঙ্গে হতে দেখিনি। যার জন্য আমি অবসর নিতে বাধ্য হয়েছিলাম।'

আরও পড়ুন- আম্পায়ারের ঠিক পিছনেই ফিল্ড সেটিং! যুগান্তকারী ঘটনা অস্ট্রেলিয়ান ক্রিকেটে, লাবুশেনের কীর্তি দেখুন ভিডিওয়

তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে কারা ছিল, সাকিব নাকি অন্য কেউ? সেটা নিয়ে অবশ্য মুখ খোলেননি প্রাক্তন বাংলাদেশি ব্যাটার। নাম গোপন রেখেই তিনি বলেছেন, 'অনেকে ছিল। আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। অনেকেই সামনে আসেনি। যা করেছে, চালাকি করে করেছে। আমি সরাসরি কারও নাম বলতে পারব না। আজ পর্যন্ত আমি কারও নাম বলিনি। কিন্তু, তারা আমার সঙ্গে কী করেছে তারা জানে, আর আমি জানি। বাদ দিন। আমি কর্মফলে বিশ্বাসী। কারও খারাপ চাই না। শুধু নিজে ভালো কাজটা করে যেতে চাই।'

Cricket News Bangladesh Cricket Team Tamim Iqbal retirement
Advertisment