Tamim Iqbal Heart Attack: 'সকলের দোয়ায় ফিরে এসেছি...', হাসপাতালে শুয়েই কৃতজ্ঞতা স্বীকার তামিমের

Tamim Iqbal Facebook Post: মঙ্গলবার দুপুরবেলা নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন তামিম। সেখানেই তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন।

Tamim Iqbal Facebook Post: মঙ্গলবার দুপুরবেলা নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন তামিম। সেখানেই তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tamim (1)

সমর্থকদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করলেন তামিম ইকবাল Photograph: (কৌশিক বিশ্বাস)

Tamim Iqbal Facebook Post: আপাতত অনেকটাই সুস্থ বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্য়াচ খেলতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। স্থানীয় একটি হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়। এই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্ব উদ্বেগে সময় কাটাচ্ছিল। অবশেষে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন তামিম ইকবাল।

Advertisment

মঙ্গলবার দুপুরবেলা নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন তামিম। বাংলাদেশ ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক লিখেছেন, 'গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়। জানিয়ে দেয়, জীবন আসলে কতটা ছোট। এই ছোট জীবনে আমরা আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়াই — এটিই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।'

Advertisment

এখন কেমন আছেন তামিম?

সর্বশেষ পাওয়া খবর অনুসারে, তামিম এখন বেশ ভালো আছেন। তাঁর শারীরিক স্থিতিশীলতা (heart disease) নিয়ে উদ্বেগ অনেকটাই কমে গিয়েছে। তবে আগামী কয়েকদিন চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখতে চান। হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার সকালে তামিমের ইকো কার্ডিওগ্রাফ করা হয়েছে। রিপোর্টে অবশ্য কোনও সমস্যা দেখা যায়নি। 

তামিমের হৃদযন্ত্র যথেষ্ট সুস্থ রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। পরবর্তীকালে হৃদযন্ত্রের গতিতে কিছুটা অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যেতে পারে। যদিও সেই ঝুঁকি এক শতাংশেরও কম। আপাতত ৭২ ঘণ্টা তাঁকে কেপিজে হাসপাতালেই রাখা হবে। তারপর আগামী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Heart Attack Bangladesh Tamim Iqbal