R Ashwin replacement Tanush Kotian: অশ্বিনের বদলি পেয়ে গেল টিম ইন্ডিয়া, ২৬ বছরের এই স্পিনারকে অস্ট্রেলিয়ায় ডেকে নিল টিম ইন্ডিয়া

Tanush Kotian to join India squad ahead of Melbourne Test: অশ্বিনের হঠাৎ অবসরে বিপাকে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তাঁরও বদলি হিসাবে যোগ দিচ্ছেন তনুশ কোটিয়ান।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Tanush Kotian replaces R Ashwin

Tanush Kotian replaces R Ashwin: অশ্বিনের জায়গায় টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন তনুশ কোটিয়ান (টুইটার)

Tanush Kotian to join India squad ahead of Melbourne Test: মুম্বইয়ের অলরাউন্ডার তনুশ কোটিয়ানকে প্ৰথমবার জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হল। মঙ্গলবারই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তরুণ স্পিনার অলরাউন্ডার। ব্রিসবেন টেস্টের পরেই অশ্বিনের অকস্মাৎ অবসর সমস্যায় ফেলেছিল টিম ম্যানেজমেন্টকে।

Advertisment

সিডনি এবং মেলবোর্নে স্পিনাররা সাহায্য পেতে পারেন। এমন অবস্থায় স্কোয়াডে স্পিনার হিসাবে রয়ে গিয়েছিলেন মাত্র দুজন জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। এমন অবস্থায় অশ্বিনের বদলি হিসাবেই মুম্বইয়ের অফস্পিনার অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: আইসিসির থেকে অনেক শক্তিশালী বিসিসিআই! সত্যি কথা মুখ ফস্কে বলেই দিলেন হেড-স্মিথ

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তনুষ। কয়েকদিন আগেই ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তারকা। সম্প্রতি মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে অংশ নিয়েছিলেন। সবমিলিয়ে ঘরোয়া ক্রিকেটে ৩৩টি প্ৰথম শ্রেণির ম্যাচে ১৫২৫ রান করেছেন ৪১.২১ গড়ে। ২৫.৭০ গড়ে ১০১ উইকেট নিয়েছেন। মুম্বইয়ের হয়ে কয়েক মাস আগেই রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছেন।

Advertisment

সেই টুর্নামেন্টে ৪১.৮৩ গড়ে ৫০২ রান করার পাশাপাশি ২৯ উইকেট নিয়েছেন ১৬.৯৬ গড়ে। রঞ্জিতে বল তো বটেই ব্যাট হাতেও ধারাবাহিক পারফর্ম করে গিয়েছেন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বরোদার বিপক্ষে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেমিফাইনালে তাঁর ব্যাট থেকে বেরিয়েছিল ৮৯ রানের দুরন্ত ইনিংস। ফাইনালে ব্যাটিং সফল না হলেও ৭ উইকেট নিয়ে মুম্বইকে ৪২তম রঞ্জি খেতাব জয়ের পথ প্রশস্থ করেছিলেন।

ইরানি কাপে অবশিষ্ট ভারতের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ৬৪ এবং ১১৪। ১২৫-৬ দমবন্ধ অবস্থা থেকে তনুশের ব্যাটে মুক্ত হয় মুম্বই। ম্যাচ ড্র হলেও প্ৰথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে জয়ী ঘোষণা করা হয় মুম্বইকে।

নিজের নির্বাচনের খবর কনফার্ম করে তনুশ টাইমস অফ ইন্ডিয়া-কে জানিয়ে দিয়েছেন, "ভীষণ খুশি লাগছে। খুব শীঘ্রই বিশদে জানতে পারব। তবে ভারতীয় দলে যোগ দিচ্ছি।" ডাক পাওয়ার পর তরুণ স্পিনারের জাতীয় দলে অভিষেক অস্ট্রেলিয়ার মাটিতেই হয় কিনা, সেটাই দেখার।

Ravichandran Ashwin Indian Cricket Team India Cricket Team Team-India Team India Team India Border-Gavaskar Trophy