/indian-express-bangla/media/media_files/2025/01/19/4QzIZiB8EULDALbu0D9G.jpg)
Tata Steel Chess Tournament 2025: টাটা স্টিল মাস্টার্সের প্রথম রাউন্ডে ভারতের বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের বিরুদ্ধে ভুল করার পর নেদারল্যান্ডের খেলোয়াড় অনীশ গিরির প্রতিক্রিয়া। (স্ক্রিনশট: ইউটিউব/চেস২৪)
/indian-express-bangla/media/media_files/2025/01/19/QLmYxYADWpMn4pObtuT5.jpg)
বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের প্রথম ম্যাচ
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গুকেশ তাঁর প্রথম ম্যাচ জিতলেন ডি গুকেশ। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে খেলরত্ন সম্মাননা গ্রহণের পর শনিবার সকালে তিনি নেদারল্যান্ডের উইজক আন জি-তে পৌঁছন। সেখানেই তিনি হারিয়েছেন নেদারল্যান্ডের অনীশ গিরিকে। (স্ক্রিনশট: ইউটিউব/চেস২৪)
/indian-express-bangla/media/media_files/2025/01/19/8Nsb4PmwmIgU8fteF4nG.jpg)
এখানে ১৯৬৮ সাল থেকে প্রতিবছর এই টুর্নামেন্ট হয়ে আসছে
উইজক আন জি গ্রামে ১৯৬৮ সাল থেকে টাটা স্টিল দাবা টুর্নামেন্ট হয়ে আসছে। টুর্নামেন্টের ওয়েবসাইটে বলা হয়েছে যে সমুদ্রতীরবর্তী এই জায়গায় নেদারল্যান্ডসের সবচেয়ে চওড়া বালির সৈকত আছে। নুরড-হল্যান্ডের পাশে টিলায় এই গ্রাম। (স্ক্রিনগ্র্যাব: ইউটিউব/চেস২৪)
/indian-express-bangla/media/media_files/2025/01/19/BonFqbGEnJSmU2Ro6ilz.jpg)
গুকেশ আছেন একনম্বরে
টাটা স্টিল দাবা টুর্নামেন্ট ২০২৫-এর দ্বিতীয় রাউন্ডে ভারতের ডি গুকেশ বর্তমানে মাস্টার্স বিভাগে প্রথম রাউন্ডে অনীশ গিরিকে হারিয়ে একনম্বরে আছেন। (ছবি: টাটা স্টিল দাবা/ লেনার্ট ওটেস)
/indian-express-bangla/media/media_files/2025/01/19/0yQqkkk6FPGUnyVCAk5o.jpg)
এবার টুর্নামেন্টের ৮৭তম বর্ষ
টাটা স্টিল দাবা টুর্নামেন্ট ২০২৫, শনিবার ১৮ জানুয়ারি- নেদারল্যান্ডসের উইজক আন জি-তে শুরু হয়েছে। এই টুর্নামেন্ট 'দাবার উইম্বলডন' নামে পরিচিত। এই টুর্নামেন্টে বিশ্বের সেরা গ্র্যান্ডমাস্টার, উদীয়মান তারকারা অংশ নেন। লাইভ এবং অনলাইনের মাধ্যমে এই টুর্নামেন্ট দর্শকদের কাছে পৌঁছে যায়। এবার টুর্নামেন্টের ৮৭তম বর্ষ। এখানকার মাস্টার্স এবং চ্যালেঞ্জার্স উভয় ইভেন্টই ফিডে সার্কিট অনুমোদিত।