Advertisment

Team India squad for Champions Trophy: ফ্লপ কোহলি-রোহিতদের নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা! আবারও ব্রাত্য করুণ নায়ার

ICC Champions Trophy 2025: একের পর এক সিরিজে ভরাডুবির পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন দল বেছে নেয় টিম ইন্ডিয়া, সেদিকে ছিল নজর। রোহিত-কোহলিকে নিয়ে শেষমেশ সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, Team India

Team India: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল টিম ইন্ডিয়া (টুইটার)

Team India squad for Champions Trophy: বিসিসিআই দুবাইয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে রোহিত শর্মাকে আরও একটা ৫০ ওভারের আইসিসি টুর্নামেন্টের ক্যাপ্টেন ঘোষণা করা হল। আন্তর্জাতিক সূচিতে আট বছরের বিরতির পর চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে।

Advertisment

ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে, আর বাকি ম্যাচগুলো পাকিস্তানের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আট দলের এই টুর্নামেন্টে ভারত তাদের অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ পর্বে ভারতের ম্যাচ রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

২০১৭ সালে ওভালে অনুষ্ঠিত আগের সংস্করণে ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বড় পরাজয়ের শিকার হয়। এর আগে ২০১৩ সালে এমএস ধোনির নেতৃত্বে ভারত ট্রফি জিতেছিল।

২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ফাইনালের পর ভারত যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছিল।

Advertisment

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা

নোট: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বুমরাহর পরিবর্তে হর্ষিত রানা খেলবেন। 

Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment