Advertisment

প্রথম টেস্ট খেলতে অ্যাডিলেডে পৌঁছল টিম ইন্ডিয়া

আপাতত বিরাট কোহলিদের সাময়িক আস্তানা অ্যাডিলেড। সিরিজ ওপেনার খেলতে রবিবারই সিডনি থেকে অ্যাডিলেডে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ড টুইট করে সেই ছবি পোস্ট করে লিখেছে, “টাচ ডাউন অস্ট্রেলিয়া।”

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

প্রথম টেস্ট খেলতে অ্যাডিলেডে পৌঁছল টিম ইন্ডিয়া (ছবি টুইটার)

আগামী বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ। এরপর দ্বিতীয় টেস্ট পার্থে (১৪-১৮ ডিসেম্বর), তৃতীয় টেস্ট মেলবোর্নে (২৬-৩০ ডিসেম্বর) ও সিরিজের শেষ ম্যাচ এই সিডনিতে (৩-৭ জানুয়ারি)।

Advertisment

আপাতত বিরাট কোহলিদের সাময়িক আস্তানা অ্যাডিলেড। সিরিজ ওপেনার খেলতে রবিবারই সিডনি থেকে অ্যাডিলেডে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ড টুইট করে সেই ছবি পোস্ট করে লিখেছে, “টাচ ডাউন অস্ট্রেলিয়া।” ছবিতে দেখা যাচ্ছে সাপোর্ট স্টাফদের সঙ্গে রয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমার। টিম বাসে সফরত ভারতীয় দলের ছবিই শেয়ার করেছে বোর্ড।

আরও পড়ুন: কাউকে কিছু প্রমাণ করার নেই: বিরাট কোহলি

অন্যদিকে আরও একটি ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন ইশান্ত শর্মা।  টিম ইন্ডিয়ার সিনিয়র পেসার ছাড়াও ছবিতে রয়েছেন উমেশ, ভুবি, রোহিত, শামি, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ রয়েছেন। ইশান্ত নিজেদের বাসের ব্যাকবেঞ্চার্স বলেই অভিহিত করেছেন।

সিডনিতে সদ্যসমাপ্ত ওয়ার্ম-আপ ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত দুরন্ত ছন্দে ছিল। সেঞ্চুরি হাঁকিয়ে মুরলী বিজয় ভারতের ওপেনিং অর্ডারের সমস্যা কিছুটা হলেও মেটাতে পেরেছেন। কারণ চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন পৃথ্বী শ। সম্ভবত লোকেশ রাহুলের সঙ্গেই বিজয়কে ওপেন করতে দেখা যেতে পারে। পৃথ্বীর দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

গত শুক্রবার ফিল্ডিং করার সময় চোট পান মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী। ১৯ বছরের ক্রিকেটার ডিপ মিড-উইকেট বাউন্ডারিতে ক্যাচ নিতে গিয়ে ডেকে আনেন বিপত্তি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাক্স ব্রায়ান্টের ক্যাচ ধরতে গিয়ে তাঁর বাঁ গোড়ালিতে নব্বই ডিগ্রি ঘুরে যায়। স্ক্যান রিপোর্ট বলছে যে, পৃথ্বীর লিগামেন্ট ছিঁড়েছে। আপাতত রিহ্যাবেই আছেন তিনি। এখন দেখার কত দ্রুত মাঠে নামতে পারেন তিনি!

BCCI India Australia
Advertisment