India denies to visit Pakistan for PCB's champions trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারত পা রাখছে না পাকিস্তানে। সম্প্রতি নিজেদের মধ্যে যোগাযোগের সময় পিসিবিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভারত কোনওভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে যেতে পারবে না নিরাপত্তার কারণে। বরং ভারতের সমস্ত ম্যাচ দুবাইয়ে আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে।
বোর্ডের এক সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলা হয়েছে, "এটাই আমাদের বরাবরের অবস্থান। কোনওভাবেই সেটা বদলানোর কোনও সম্ভবনা নেই। আমরা ওঁদের লিখিতভাবে আমাদের অপারগতার কথা জানিয়েছি। আমাদের সমস্ত ম্যাচ দুবাইয়ে ফেলার কথাও বলা হয়েছে।" ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চের ৯ তারিখ পর্যন্ত আইসিসির শীর্ষস্থানীয় ৮ দলের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে পাক মুলুকে। আয়োজক শহরের মধ্যে রয়েছে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি।
বোর্ডের ওয়াকিবহাল মহলের সূত্রে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেই নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে বিসিসিআই। গত বছর এশিয়া কাপে পাকিস্তানে যাওয়ার প্রবল চাপ উপেক্ষা করে ভারত নিজেদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছিল। ইসলামাবাদে গত মাসেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এ বৈঠকে বসেছিলেন পাক ডেপুটি প্রাইম মিনিস্টার এবং বিদেশমন্ত্রী মহম্মদ ঈশাক দারের সঙ্গে।
সদর্থক সেই বৈঠকের প্রেক্ষিতে আশা জেগেছিল ক্রিকেট মহলে। সাম্প্রতিক অটোতে এই প্ৰথমবার দুই দেশের মন্ত্রীরা সরাসরি আলোচনা সেরেছিলেন। ভাবা হয়েছিল এবার হয়ত কেন্দ্রীয় সরকারের তরফে ছাড়পত্র পেয়ে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পা রাখবে পাকিস্তানে। জানা গিয়েছে, পাকিস্তানের গৃহমন্ত্রী এবং পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নকভিকে গোটা বিষয় সম্পর্কে অবহিত রাখা হয়েছে।
ভারতকে পাকিস্তানে নিয়ে যেতে বদ্ধপরিকর ছিলেন পিসিবি কর্তারা। এমনকি নিরাপত্তার সমস্যা হলে প্রত্যেক ম্যাচের পর ভারতে ফিরে যাওয়ার অপশনও দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফে। তবে এত আশা জাগিয়েও শেষমেশ কিছুই হল না।
পাকিস্তান সাম্প্রতিক অতীতে ইংল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ আয়োজন করেছে। ২০০৬-এ শেষবার টিম ইন্ডিয়া পাক সফরে গিয়েছিল। যেখানে পাক দলকে ৪-১ ব্যবধানে ওয়ানডেতে হারায় রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া।
READ THE FULL ARTICLE IN ENGLISH