Advertisment

ভিডিও দেখুন: মাহির গেমপ্ল্যানে চমকে গেলেন রোহিত, শেষে হাসির ফোয়ারা

রোহিত যখন কেক কাটায় ব্যস্ত তখন ধোনি ইশারায় রবীন্দ্র জাদেজাকে বুঝিয়ে দেন যাতে, রোহিতের কানের সামনে বেলুন ফাটানো হয়। ধোনির ‘স্যার’ জাদেজা কালবিলম্ব না-করেই সেই কাজ করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni and Rohit Sharma

ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করেও রোহিতের মন পড়ে ধোনিতে (ছবি টুইটার)

প্রথমে টেস্ট,  তারপর ওয়ান-ডে। ব্যাক-টু-ব্যাক সিরিজ জয় ভারতের। ভারতীয় দলের অন্দরমহলে ‘ইটস সেলিব্রেশন টাইম’। বৃহস্পতিবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ ন’উইকেটে জিতে নিয়েছে কোহলি অ্যান্ড কোং। ঘরের মাটিতে ভারতের টানা ডজন ওয়ান-ডে সিরিজ জয় এটা। ফলে সেলিব্রেশনও ডবল।

Advertisment

তিরুঅনন্তপুরমের দ্য লীলা রভিজ কোভালাম হোটেলে রয়েছে টিম ইন্ডিয়া। মাঠ থেকে হোটেলে ফিরেই শুরু হয়ে গেল উৎসব। প্রথমে কোহলির হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয় হোটেলের পক্ষ থেকে। তারপর কেক কাটলেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার হিটম্যান যখন কেক কাটছিলেন তখন ঠিক তার পিছনেই হাতে তিনটি বেলুন নিয়ে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। টিমের অন্যতম সেরা প্র্যাঙ্কস্টার হিসেবেই পরিচিত মাহি। রোহিত যখন কেক কাটায় ব্যস্ত তখন ধোনি ইশারায় রবীন্দ্র জাদেজাকে বুঝিয়ে দেন যাতে, রোহিতের কানের সামনে বেলুন ফাটানো হয়। ধোনির ‘স্যার’ জাদেজা কালবিলম্ব না-করেই সেই কাজ করেন। ঘটনার আকস্মিকতায় একদম চমকে যান রোহিত। তারপরেই হাসিতে ফেটে পড়ে টিম ইন্ডিয়া।এদিন প্রথমে ব্যাট করে উইন্ডিজ ১০৪ রান তুলেছিল। জবাবে ১৪.৫ ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। রোহিত শর্মা (৫৬ বলে অপরাজিত ৬৩) ও বিরাট কোহলির  (২৯ বলে অপরাজিত ৩৩) ব্যাটে ভর করে অনায়াসে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: চলতি বছর ওয়ান-ডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিতের

ম্যাচ জয়ের কৃতিত্ব বোলারদেরই দিয়েছেন কোহলি। বললেন, “এটা ক্লিনিক্যাল পারফরম্যান্স। পুরো কৃতিত্বই বোলারদের। একদম ঠিক জায়গায় বল রেখেছে ওরা। আমরা ভাগ্যবান। আগে বল করার সুযোগ নিতে পেরেছি। আমরা উইন্ডিজ ব্যাটিং লাইন-আপকে চমকে দিয়েছি। অন্যদিকে নিজের রান পাওয়ার প্রসঙ্গে কোহলির সংযোজন, “ক্যাপ্টেন হিসেবে রান পেলে আত্মবিশ্বাস পাই। এটা সবসময় হয় না। কিন্তু যখন পারি তখন চেষ্টা করি লম্বা ইনিংস খেলার। আমি পুরস্কারের জন্য খেলি না। সিরিজ জয়ে দলে অবদান রাখতে চাই।”

Virat Kohli Rohit Sharma ODI
Advertisment