Advertisment

Team India squad for Champions Trophy: শ্রীলঙ্কায় ল্যাজেগোবরে টিম ইন্ডিয়া! চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাতিলের পথে একের পর এক সুপারস্টার, কারা দলে

Champions Trophy 2025: খোলনলচে বদলে যাচ্ছে টিম ইন্ডিয়া স্কোয়াড, বাতিল করা হচ্ছে একের পর এক তারকাকে

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs IRE, India vs Ireland, T20 World Cup 2024

India-Team: টিম ইন্ডিয়া (টুইটার)

Team India squad: শ্রীলঙ্কা সিরিজ শেষ। এবার টিম ইন্ডিয়ার মাথায় ঘুরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর, সেই কারণেই এবার দল গুছোতে শুরু করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকছেন যশস্বী জয়সওয়াল। আইসিসি ইভেন্টে সাম্প্রতিক ভারতের ফলাফল যথেষ্ট ভালো। ২০২৩ একদিনের বিশ্বকাপে ভারত রানার্স হয়েছে। ২০২৪ টি২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এবার সামনে আইসিসি টুর্নামেন্ট বলতে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানেও ভালো কিছু করে দেখাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।

Advertisment

আগামী বছর, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে। একদিনের ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত মাত্র তিনটে একদিনের ম্যাচ খেলবে। তার আগে ইতিমধ্যেই তিনটে একদিনের ম্যাচ শ্রীলঙ্কায় খেলে এসেছে ভারতীয় দল। সেখানে একটা ম্যাচে কোনওরকমে ড্র করলেও বাকি দুটো ম্যাচে গোহারান হেরেছে টিম ইন্ডিয়া। তারপরই সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন তাঁরা হারের কারণ পর্যালোচনা করবেন। সেই পর্যালোচনা অনুযায়ী, শ্রীলঙ্কা সিরিজের দল থেকে কয়েকজন খেলোয়াড়কে বাদ দেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অন্যতম ফেভারিট দল। কিন্তু, বিসিসিআই জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে দল পাঠাতে নারাজ। সেই কারণে টুর্নামেন্টের বিকল্প সম্ভাব্য জায়গা হিসেবে শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহিকে বেছে নেওয়া হতে পারে। অর্থাৎ, ভারতের ম্যাচগুলো ওই দুই জায়গায় হতে পারে। তবে, সেসব অন্য ব্যাপার। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির ব্যাপার। কিন্তু, টিম ইন্ডিয়াকে চিন্তায় রাখছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত সেভাবে একদিনের প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাবে না। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে ভারত তিনটে একদিনের ম্যাচ খেলবে।

আরও পড়ুন- বাঙালি কোচ-ই কি পাচ্ছে দিল্লি ক্যাপিটালস! বড় আপডেটে ঝড় তুলে দিলেন প্রাক্তনী পন্টিং

বিসিসিআই সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহর সুযোগ পাওয়া একপ্রকার নিশ্চিত। শুভমান গিল সহ-অধিনায়ক। তাই তিনিও জায়গা পাবেন এমনিতেই। কিন্তু, বাকিদের নিজেদের পারফরম্যান্স দেখিয়ে দলে ঢুকতে হবে। এখন পর্যন্ত ঠিক হয়েছে, যশস্বী জয়সওয়াল দুর্দান্ত খেলায়, তাঁকে দলে রেখে কার্যত পুরস্কৃত করতে চায় বিসিসিআই। সেক্ষেত্রে গিলের সঙ্গে ব্যাকআপ ওপেনার থাকবেন যশস্বী। কিন্তু, শ্রেয়স আইয়ার শ্রীলঙ্কা সিরিজে ভালো ফল করতে না পারায়, চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়তে পারেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য দল:-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা।

Sri Lanka Champions Trophy Sri Lanka Cricket Team Indian Cricket Team Pakistan Cricket Team
Advertisment