সামনেই এএফসি এশিয়ান কাপ, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার। আর জোড়া টুর্নামেন্টে জাতীয় দলের জন্য লম্বা শিবির আয়োজন করতে চান। সেই কারণেই আইএসএল দলগুলোট কাছে সহযোগিতার আর্জি জানালেন টিম ইন্ডিয়া কোচ ইগর স্টিম্যাচ। ভারতীয় দলকে সমর্থনের আর্জি জানালেন তিনি আইএসএল দলগুলোর কাছে। ক্রোয়েশিয়ান কোচ জানিয়ে দিলেন, বড় টুর্নামেন্টে পর্যাপ্ত প্রস্তুতির অভাব ভারতীয় দলের সুযোগের সম্ভবনা কমিয়ে দিচ্ছে।
নভেম্বর-ডিসেম্বরে জাতীয় দলের ক্যাম্প রয়েছে। এদিকে আইএসএল সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হবে আগামী বছরের মার্চ নাগাদ। এমন অবস্থায় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে হাজির হলে আইএসএল ফ্র্যাঞ্চাইজির তারকা ফুটবলাররা বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন।
তার আগে স্টিম্যাচ টুইটারে দীর্ঘ পোস্ট করে লিখে দিলেন, "ভারতীয় ফুটবলের উন্নতির জন্য যেভাবে সমস্ত ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাতে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি এবং সংশ্লিষ্ট কোচেদের ধন্যবাদ জানাতে চাই। সকলের কাছেই অনুরোধ নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং এএফসি এশিয়ান কাপের আগে জাতীয় দলের লম্বা প্রস্তুতি ক্যাম্পের জন্য সমর্থন কাম্য সকলের কাছে। প্রিয় কোচেরা সকলেই অবগত যে অল্প সময়ের প্রস্তুতি ক্যাম্প মেজর টুর্নামেন্টে ভালো খেলার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে।" নিজের পোস্টে ইস্টবেঙ্গল, মোহনবাগান তো বটেই আইএসএল-এর সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের ট্যাগ করেছেন জাতীয় দলের কোচ।
"সমস্ত ক্লাবের কাছেই আর্জি এভাবেই জাতীয় দলকে সমর্থন চালিয়ে যান। বিশেষ করে আসন্ন কয়েক মাসে যেখানে আমাদের এএফসি অনুর্দ্ধ-২৩ কোয়ালিফায়ার, এশিয়ান গেমস, এএফসি এশিয়ান কাপ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের মত মেজর টুর্নামেন্টে খেলতে হবে। দেশ হিসেবে আমরা সেরা ফুটবলারদের মাঠে নামাতে চাইব, বাকিদের দেখাতে চাইব আমাদের যেন হালকাভাবে না নেওয়া হয়।"