আগামিকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। জামাইকার সাবিনা পার্কে চলতি দু'ম্য়াচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও ফাইনাল টেস্টে মুখোমুখি বিরাট কোহলি ও জেসন হোল্ডার। বুধবার রাতে ভারতীয় দল জামাইকায় অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনারের অফিসে সরকারি নৈশভোজ সারল।
বৃহস্পতিবার সকালে সেই ছবি টুইট করেছে বিসিসিআই। বাইশ গজে এটা একপ্রকার রীতিই বলা চলে সফররত দল সেদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনারের অফিসে গিয়ে দেখা করে। এবারও তার ব্য়তিক্রম হয়নি।
আরও পড়ুন: অ্যান্টিগায় ইয়টে মাতলেন বিরুষ্কা, জেট-স্কির মজায় কুলদীপ-জাদেজা
ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ ও ওয়ানডে সিরিজে পর্যুদস্ত করেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। এই মুহূর্তে দুই দল দু’ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে। প্রথম টেস্টেও ভারত ৩১৮ রানে জয় ছিনিয়ে নিয়েছে। এই টেস্টে ড্র করলেও সিরিজ জিতে নেবে কোহলি অ্যান্ড কোং।
-->
উইন্ডিজের টেস্ট দল: জেসন হোল্ডার (ক্য়াপ্টেন), ক্রেগ ব্রাথওয়েট, ড্য়ারেন ব্র্য়াভো, সামারা ব্রুকস, জন ক্য়াম্পবেল, রস্টন চেজ, রাখিম কর্নওয়েল, জাহমার হ্য়ামিলটন, শ্য়ানন গ্য়াব্রিয়েল, শিমরন হেটমায়ার, শে হোপ, কেমো পল এবং কেমার রোচ।
ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (ক্য়াপ্টেন), অজিঙ্ক রাহানে (ভাইস ক্য়াপ্টেন), ময়ঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব।