Advertisment

Ravi Shastri: জয় শাহের বোর্ডের নেকনজরে! জীবনের সেরা সম্মান পাচ্ছেন রবি শাস্ত্রী

BCCI and Ravi Shastri: ৬১ বছরের তারকা মাঠ এবং মাঠের বাইরে খ্যাতি অর্জন করেছেন সমানতালে। দেশের জার্সিতে ৮০ টেস্টের পাশাপাশি ১৫০টি ওয়ানডে খেলেছেন। এক দশকের বেশি জাতীয় দলে খেলেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravi Shastri, BCCI, Jay Shah

Ravi Shastri lifetime achievement award: বড় সম্মান পাচ্ছেন রবি শাস্ত্রী (টুইটার)

Ravi Shastri lifetime achievement award: বড়সড় সম্মান পেতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বোর্ডের তরফ থেকে আজীবন সম্মাননা প্রদর্শন করা হবে শাস্ত্রীকে। ২০১৯-এর পর এই প্ৰথম কোনও প্রাক্তনকে লাইফটাইম এচিভমেন্ট সম্মান দেওয়া হবে। কোভিডের কারণে কয়েক বছরের ছেদ পড়েছিল এই প্রথায়। এবার আবার স্বমহিমায় চালু হচ্ছে এই সম্মাননা প্রদর্শন।

Advertisment

৬১ বছরের তারকা মাঠ এবং মাঠের বাইরে খ্যাতি অর্জন করেছেন সমানতালে। দেশের জার্সিতে ৮০ টেস্টের পাশাপাশি ১৫০টি ওয়ানডে খেলেছেন। এক দশকের বেশি জাতীয় দলে খেলেছেন।

অবসরের পর রবি শাস্ত্রী ধারাভাষ্যকারের কাজ করেছেন চুটিয়ে। ২০১৪-য় টিম ইন্ডিয়ার ডিরেক্টরের পদে আসীন হন। ২০১৬ পর্যন্ত সেই পদেই ছিলেন শাস্ত্রী। অনিল কুম্বলে কোচ হতে অস্বীকার করায় রবি শাস্ত্রী পুনরায় এক বছর পর টিম ইন্ডিয়ার কোচের আসনে বসেন।

এরপরে টিম ইন্ডিয়ায় শাস্ত্রী-কোহলি জমানা শুরু হয়। ভারতীয় ক্রিকেটের রূপান্তরে দুজনে প্রত্যক্ষ অবদান রাখেন। এই জমানাতেই ভারত টেস্টে বিদেশের মাটিতে পরাশক্তি হয়ে ওঠে। এক্সপ্রেস গতির পেসারদের নিয়ে ভারতের জয়যাত্রা শুরু হয়।

আরও পড়ুন- বিয়ে ভাঙার দিনেই সানিয়াকে ‘অফার’ কিংবদন্তি বিদেশির! ভারতে আসতে মুখিয়ে রয়েছেন সুপারস্টার

২০১৯-এ ভারত শাস্ত্রীর কোচিংয়েই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয়। অস্ট্রেলিয়ায় ভারত টানা দুবার টেস্ট সিরিজ জয়ের সাক্ষী থাকে। প্ৰথম ২০১৮/১৯ সফরে ভারতের ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। ২০২১/২২ সিজনে ভারত দ্বিতীয়বার সিরিজ জেতে রাহানের অধিনায়কত্বে। এছাড়াও ভারত প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছয়।

শাস্ত্রীর কোচিংয়েই ভারত টেস্টে আইসিসির এক নম্বর ক্রমতালিকা ধরে রাখে। তবে এত সাফল্য স্বত্ত্বেও শাস্ত্রী-কোহলি জুটি কোনও আইসিসি খেতাব জিততে পারেনি। কেরিয়ার শুরু করেছিলেন বাঁ হাতি স্পিনার এবং টেলএন্ডার ব্যাটার হিসাবে। তারপর সফল ওপেনার হয়ে ওঠেন। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ায় শতরানও রয়েছে তাঁর নামের পাশে। চোট-আঘাতে কেরিয়ার বাধাপ্রাপ্ত হলে তিনি ধারাভাষ্যকার হিসাবেও সফল হন।

Ravi Shastri Indian Team Jay Shah BCCI Indian Cricket Team
Advertisment