Advertisment

Mohammad Azharuddin: কোটি কোটি টাকার ভয়ঙ্কর আর্থিক দুর্নীতি! টিম ইন্ডিয়ার অতীতের তারকা অধিনায়ককে ডাক ইডির

Money Laundering Case: গড়াপেটা মামলায় নির্বাসনে ছিলেন। এবার ক্রিকেটে ফিরেই ফের একবার দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে মহম্মদ আজাহারউদ্দিনের নাম। সমন পাঠাল এবার ইডিও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India ahead of Bangladesh test

Team India: অনুশীলনে টিম ইন্ডিয়া (বিসিসিআই)

Mohammad Azharuddin Summoned by ED: জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন এবার জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল ইডি। হায়দরাবাদ ক্রিকেট সংস্থায় আর্থিক তছরূপের অভিযোগ ওঠার সঙ্গেই জুড়ে গিয়েছে সংস্থার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আজহারউদ্দিনের নাম।

Advertisment

আজহারউদ্দিন সভাপতি থাকার সময়েই আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে হায়দরাবাদ ক্রিকেট সংস্থায়। তারপর গতবছর নভেম্বরে ইডির তরফে একপ্রস্থ তল্লাশি চালানো হয়েছিল। কংগ্রেসের টিকিটে নির্বাচনে জিতে লোকসভার সদস্য হওয়া আজহারউদ্দিনকে বৃহস্পতিবারই হায়দরাবাদের ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা। তেলেঙ্গানা দুর্নীতি বিরোধী সংস্থার দাখিল করা এফআইআর এবং চার্জশিটে উঠে এসেছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থায় আর্থিক তছরুপির বিষয়টি। ২০ কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এতেই বিপদ বেড়েছে তৎকালীন সভাপতি আজহারউদ্দিনের।

১৯৮৫ থেকে ২০০০-এর মধ্যে আজাহার জাতীয় দলের হয়ে ৯৯ টেস্ট এবং ৩৩৪ ওয়ানডে খেলেছেন। দুই ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার ৫৯৩ রান-ও রয়েছে তাঁর। হাঁকিয়েছেন ২৯ শতরান এবং ৭৯টি অর্ধশতরানও। কেরিয়ারের সূচনা হয়েছিল প্ৰথম তিন টেস্টে তিনটে শতরান হাঁকিয়ে।

তবে সেই সুনাম ধরে রাখতে পারেননি তিনি। গড়াপেটা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর দীর্ঘদিন ক্রিকেটীয় কর্মকান্ড থেকে নির্বাসিত ছিলেন। তারপর ক্রিকেট আঙিনায় প্রত্যাবর্তনে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি হন। সেখানেও এবার দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে তাঁর নাম।

Hyderabad ED Cricket News
Advertisment