Advertisment

Amit Mishra age fraud: বয়স ভাড়িয়েই টিম ইন্ডিয়ায় খেলেছিলেন, সাক্ষাৎকারে আগুনে স্বীকারোক্তি প্রাক্তন তারকার

Amit Mishra interview: খুল্লামখুল্লা স্বীকার করে নিলেন ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য কোন অনৈতিক উপায়ের আশ্রয় নিয়েছিলেন তিনি

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, Team India, India vs USA, t20 World Cup

Team India gym membership: টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

Amit Mishra interview: বয়স জালিয়াতির অভিযোগ স্বীকার করে নিলেন প্রবীণ আইপিএল তারকা অমিত মিশ্র। রোহিত শর্মার সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনও সুপার জায়ান্টস। সেই কথোপকথনেই কার্যত অমিত মিশ্রের বয়স জালিয়াতি ফাঁস করে দিয়েছেন রোহিত শর্মা।

Advertisment

তবে, তাতেও ব্যাপারটা এতদিন স্বীকার করেননি প্রবীণ ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সর্বোচ্চ উইকেট শিকারী এবার এক পডকাস্টে শেষ পর্যন্ত ব্যাপারটা মেনে নিলেন। সেই পডকাস্টে খোলামেলা চ্যাট চলাকালীন মিশ্র জানিয়েছেন যে তাঁর কোচই তাঁকে বয়স একবছর কমাতে বলেছিলেন। সেই সময় অবশ্য তিনি অল্পবয়সি ছিলেন বলেই অমিত মিশ্রের দাবি। ভারতীয় দলের এই প্রাক্তন লেগ স্পিনার বর্তমানে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেন।

মিশ্র জানিয়েছেন, অনূর্ধ্ব ২১-এ খেলার সময় তাঁর বয়স ছিল ২২ বছর। সেটা ২০০৩ সাল। তাঁর কোচ সেই সময় বয়স একবছর কমাতে বলেছিলেন। তাই তিনি কমিয়েছিলেন। পডকাস্টে এই স্পিনার বলেন, 'আমাকে বলা হয়েছিল, এক বছরের ফারাক হয়ে যাচ্ছে। আমি সেটা প্রথমে জানতাম না। কোচ আমাকে বাড়িতে ফোন করেন। আমাকে বয়স কমানোর জন্য বলেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, সেটা কীভাবে সম্ভব? তিনি বলেছিলেন, আজ থেকে তুমি এক বছরের ছোট। সেটা শুনে আমি রাজি হয়ে যাই।'

পডকাস্টে উঠে এসেছে রোহিতের সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গও। সেখানে রোহিত তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, অমিত মিশ্রর বয়স সত্যিই ৪১ কি না? রোহিত বলেন, 'আপনি যখন খেলা শুরু করেন, তখন আমরা কোলে। আপনি যখন ২০ বছর বয়সে মাঠে খেলতে নামেন..' মিশ্রকে জবাব দিতে না দিয়েই রোহিত বলে ওঠেন, 'হ্যাঁ, তখন আপনার বয়স ২০-২১।'

আরও পড়ুন- পরিশ্রমই সাফল্যের একমাত্র কারণ, ‘এক্সপ্রেস আড্ডা’য় বর্তমান প্রজন্মের দাবাড়ুদের পরামর্শ বিশ্বনাথন আনন্দের

অমিত মিশ্র জানিয়েছেন, তিনিও সেই সময় পালটা রোহিতকে বলেছিলেন, 'আমিও ছোটবেলায় কাউকে না কাউকে খেলতে দেখেছি। অনেক লোক তাড়াতাড়ি খেলা শুরু করে তার মানে এই নয় যে তারা এখন ৪৫ বা ৫০।' আমি পালটা জিজ্ঞাসা করেছিলাম, 'আপনি কি সত্যিই ৩৭?' মিশ্র জানিয়েছেন, রোহিত জবাবে কিছুই বলেননি। শুধু হেসেছেন।

Rohit Sharma IPL Cricket News Lucknow Super Giants LSG
Advertisment